• ঢাকা বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১
logo

হঠাৎ বিয়ে বাড়িতে কাজীর বদলে ডাকাত, অতঃপর...

বিনোদন ডেস্ক, আরটিভি

  ০৬ ডিসেম্বর ২০২৪, ১৮:১৮
সংগৃহীত
ছবি: সংগৃহীত

পুরো বাড়ি সাজানো। বিয়ের আসরে সেজেগুজে পাশাপাশি বসে আছেন বর-কনে। দুই পরিবারের স্বজনরাও হাজির। অপেক্ষা শুধু কলেমা পড়ানো কাজীর জন্য। ঠিক এমন সময় হঠাৎ কাজীর বদলে দলে-বলে অস্ত্র-সস্ত্র নিয়ে হাজির ডাকাত নেতা শিবলু। যে দলে রয়েছে আবার প্রকাশ নামের এক গায়ক। ডাকাত নেতার অনুমতি নিয়ে গান ধরেন সহযোদ্ধা প্রকাশ। গেয়ে ওঠেন—তোমার আমার ভালোবাসা বন্ধু লজেনের মতো/ তুমি চুইয়া চুইয়া খাইয়োগো বন্ধু মনে লয় যত/ কামড়াইয়া খাইয়ো না বন্ধু হাভাইত্তার মতো...!

এরপর ঘটতে থাকে নানান রোমাঞ্চকর ঘটনা। একটা সময় বর ভয় পেলেও কনে মঞ্চ থেকে নেমে নাচতে শুরু করেন ডাকাতদের গানের তালে! এমনই এক মজার ও থ্রিলার ঘরানার গানচিত্র নির্মাণ করেছেন ‘ন ডরাই’ নির্মাতা তানিম রহমান অংশু। যাতে মূল চরিত্রে অভিনয় করেছেন গাত-অভিনেতা ‘সাদা সাদা কালা কালা’খ্যাত শিবলু। সঙ্গে ছিলেন গায়ক প্রকাশ কুমার বণিক।

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) রাতে ‘ভালোবাসো যতো মনে লয়’ নামে সিনেমার মতো এই গানচিত্রটি প্রকাশ করেছে। প্রকাশের পর থেকে মিলছে শ্রোতা-দর্শকদের কাছ থেকে মুগ্ধ-বার্তা। গানটির কথা ও সুর করেছেন প্রকাশ কুমার বণিক। সুর-সংগীতায়োজন করেছেন ই কে মজুমদার ইশতি।

আরটিভি /এএ/এআর

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বুবলীর বিয়ের ছবি নিয়ে শোরগোল নেটদুনিয়ায়
প্রেম, বিয়ে ও বিচ্ছেদ নিয়ে মুখ খুললেন পরীমণি
বিয়ে বাড়িতে নাচতে যত টাকা নেন বলিউড তারকারা
প্রাক্তন স্বামীর বিয়ের চার দিনের মাথায় আবেগঘন পোস্ট সামান্থার