• ঢাকা বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪, ২৬ অগ্রহায়ণ ১৪৩১
logo

অনেক কিছু ঘটেছে আমার সঙ্গে, আলহামদুলিল্লাহ আফসোস নেই: পরীমণি

বিনোদন ডেস্ক, আরটিভি

  ০৭ ডিসেম্বর ২০২৪, ১৩:৩০
সংগৃহীত
ছবি: সংগৃহীত

ঢাকাই সিনেমার বর্তমান প্রজন্মের নায়িকা পরীমণি। প্রেম, বিয়ে কিংবা বিচ্ছেদের কারণে বারবার হয়েছেন সংবাদের শিরোনাম। বর্তমানে ‘সিঙ্গেল মাদার’ হিসেবে বেশ আনন্দেই সময় কাটছে তার। সম্প্রতি এক সাক্ষাৎকারে তার প্রেম, বিয়ে ক্যারিয়ার নিয়ে কথা বলেছেন।

সাক্ষাৎকারে পরীমণি বলেন, মানুষ আমার প্রেমে পড়ে, আমি পড়ি না। নায়কদের সঙ্গে প্রেম হয় না। একজনের সঙ্গে হয়েছিল, বাচ্চা হওয়ার পরে সব শেষ। এসব নিয়ে আমার অনুশোচনা হয় না।

তিনি বলেন, খুব সাধারণ জীবনযাপন করার চেষ্টা করি। আমার পাশে সেরকম কোনো মানুষ নেই যে কাঁধে হাত রেখে সান্ত্বনা দেবে যখন কান্না করি। আমার নিজে নিজে কান্না বন্ধ করতে হয়।

অভিনেত্রী বলেন, যদি বুঝতাম আমরা কী চাই তাহলে জীবনটা অনেক সাজানো গোছানা থাকতো কোনো ভুল থাকতো না।

আমি মরে যায়নি, পাগল হয়ে যাওয়ার কথা ছিল উল্লেখ করে এই অভিনেত্রী বলেন, অনেক কিছু ঘটেছে আমার সঙ্গে তবে আলহামদুলিল্লাহ কোনো আফসোস নেই। আমি জীবনকে অনেক সহজ করে দেখি।

পরী আরও বলেন, দুঃখ হয় কান্না পাই আমিও তো মানুষ। যা মানুষের হয় আমারও তা হয়, পরী বলে তো আসলে পরীদের মতো জীবনযাপন না আমার। মানুষের মতো জীবনযাপন করি। বাঁচতে ভালোবাসি, আমার জীবনটাকে অনেক ভালোবাসি। যে জীবনকে ভালোবাসে তার তো এগিয়ে যেতে হবে। আমি সবার সাথে কথা বলতে পারিনি, আমার কথা বলার আলাদা জোন আছে। আমি দু-চার মিনিটে বুঝে যায় আসলে তার সাথে আমার এক ঘণ্টা কথা বলার জায়গাটা আছে না নেই। আমার যেখানে জমবে না আমি ওখানে থাকি না।

প্রসঙ্গত, মুক্তির অপেক্ষায় আছে নায়িকা হিসেবে পরীমণির প্রথম চলচ্চিত্র ‘ফেলুবক্সী’। সিনেমাটি নির্মাণ করেছেন দেবরাজ সিনহা। নতুন এই চলচ্চিত্রে পরীমণি জুটি বেঁধেছেন কলকাতার দর্শকপ্রিয় নায়ক সোহমের সঙ্গে।

আরটিভি/এএ/এস

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
প্রেম, বিয়ে ও বিচ্ছেদ নিয়ে মুখ খুললেন পরীমণি
বুবলীর সঙ্গে দ্বন্দ্ব নিয়ে ৯ মাস পর মুখ খুললেন পরীমণি
সোহমের ছবি শেয়ার দিয়ে সুখবর দিলেন পরীমণি
পরীমণির নতুন ছবিতে মুগ্ধ নেটিজেনরা