• ঢাকা রোববার, ১২ জানুয়ারি ২০২৫, ২৮ পৌষ ১৪৩১
logo

যে কারণে মাকে হাসপাতালে রেখে শুটিংয়ে আরশ খান

বিনোদন ডেস্ক, আরটিভি

  ০৭ ডিসেম্বর ২০২৪, ১৪:৩৬
সংগৃহীত
ছবি: সংগৃহীত

গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে আরশ খানের মা অভিনেত্রী নীলা ইসলাম। সামাজিক যোগাযোগমাধ্যমে খবরটি নিজেই জানিয়েছেন অভিনেতা। মঙ্গলবার (৩ ডিসেম্বর) দিবাগত রাতে ফেসবুকে মায়ের অসুস্থতার কথা জানিয়ে একটি পোস্ট দিয়েছেন আরশ।

ক্যাপশনে অভিনেতা লিখেছেন, মা হাসপাতালে। গলা দিয়ে ব্লিডিং হচ্ছে। এখনও কারণ জানা যায়নি। আলহামদুলিল্লাহ আল্লাহ পাক যাই করেন কোনো কারণেই করেন। তার পরিকল্পনা না মেনে অস্বীকার করার মতো ক্ষমতা কারও নেই। যিনি অসুস্থতা দিয়েছেন তিনি চাইলে আম্মা সুস্থ হবেন। সবাই দোয়া করবেন।

এদিকে, রাতে মাকে হাসপাতালে রেখে পরদিন বুধবার (৪ ডিসেম্বর) আবারও শুটিংসেটে ফেরেন তিনি। শুটিংয়ে বারবার অন্যমনস্ক হয়ে যাচ্ছিলেন তিনি। মাকে হাসাপাতালে রেখে কেন শুটিংয়ে হাজির হলেন? জানতে চাইলে আরশ খান বলেন, আমাদের তো এই জায়গা থেকেই টাকা আসে। আমি শুটিংয়ে এসেছি বলেই আমার মায়ের উন্নত চিকিৎসা হবে। তিনি তাড়াতাড়ি আমাদের মাঝে ফিরে আসবেন।

‘বিয়েশাদী’ নামের নতুন এই নাটকটি নির্মাণ করেছেন নির্মাতা তারেক রেজা। নাটকে আরশের সহশিল্পী তাসনুভা তিশা। শুক্রবার (১৩ ডিসেম্বর) নাটকটি দেখা যাবে দেশের একটি ইউটিউব চ্যানেলে।

আরটিভি/এএ/এস

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিটিভির প্রিভিউ কমিটি থেকে পদত্যাগের সিদ্ধান্ত নিলেন আরশ
‘প্যাকেজ প্রিভিউ কমিটি’তে জায়গা পাওয়া নিয়ে সমালোচনা, মুখ খুললেন আরশ খান
হাসপাতালে আরশ খানের মা অভিনেত্রী নীলা ইসলাম
আরশকে ‘নিমকহারাম’ উল্লেখ করে যা বললেন তানিয়া বৃষ্টি