• ঢাকা শুক্রবার, ১০ জানুয়ারি ২০২৫, ২৬ পৌষ ১৪৩১
logo

‘পুষ্পা ২’-এর প্রিমিয়ারে ভক্তের মৃত্যু, পরিবারকে আর্থিক সাহায্য আল্লু অর্জুনের

বিনোদন ডেস্ক, আরটিভি

  ০৭ ডিসেম্বর ২০২৪, ১৬:০৪
সংগৃহীত
ছবি: সংগৃহীত

প্রিয় তারকার জন্য মাঝে মধ্যেই ভক্তদের পাগলামি করতে দেখা যায়। এতে প্রায়ই বিব্রতকর অবস্থায় পড়েন তারকারাও। গত ৪ ডিসেম্বর হায়দরাবাদে দক্ষিণী সুপারস্টার আল্লু অর্জুনের ‘পুষ্পা টু’র প্রিমিয়ারে ঘটে যায় এক মর্মান্তিক দুর্ঘটনা! ভক্তদের অতিরিক্ত হুড়োহুড়িতে পদপিষ্ট হয়ে মারা যান এক নারী।

সেই ভক্তের মৃত্যুতে আইনি জটিলতায় পড়লেন আল্লু অর্জুন। শুধু নায়কই নয়, এই দুর্ঘটনাকে কেন্দ্র করে তার নিরাপত্তারক্ষী ও থিয়েটার কর্তৃপক্ষের বিরুদ্ধেও মামলা দায়ের করা হয়েছে।

নতুন খবর হলো, সেই নারীর পরিবারকে আর্থিক সাহায্য করলেন আল্লু অর্জুন। জানা গেছে, অনুরাগীর পরিবারকে ২৫ লাখ রুপি দিয়েছেন অভিনেতা। শুধু তাই নয়, মৃত নারীর ৯ বছরের সন্তান, যে গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছে, তার চিকিৎসার দায়িত্বও নিয়েছেন অভিনেতা।

এর আগে গত বুধবার রাতে হায়দরাবাদে সিনেমাটির প্রিমিয়ারে সন্ধ্যা থিয়েটারের বাইরে অনুরাগীদের ভিড় উপচে পড়েছিল। এমনকি, ভিড় সামলাতে গিয়ে হিমশিম খাচ্ছিল স্থানীয় পুলিশ। পরিস্থিতি সবচেয়ে বিশৃঙ্খল হয়ে ওঠে যখন থিয়েটারের সামনে এন্ট্রি নেন আল্লু অর্জুন। তাকে সামনে থেকে দেখতে গিয়েই অনুরাগীদের মধ্যে উত্তেজনা শুরু হয়। এই পরিস্থিতিতেই পদপিষ্ট হয়ে মৃত্যু হয় ৩৯ বছর বয়সি এক নারীর। সেই সঙ্গে গুরুতর আহত হয় তার ৯ বছরের ছেলে। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

অন্যদিকে, মুক্তির দু দিনের মধ্য়েই গোটা বিশ্বে ৪০০ কোটির বেশি ব্যবসা করে ফেলেছে ‘পুষ্পা ২’। ভারতের বক্স অফিসে ব্যবসা করেছে ২৬৫ কোটি। ইতোমধ্যেই শাহরুখের জওয়ান, যশের ‘কেজিএফ’ এবং রামচরণ ও জুনিয়ার এনটিআরের ‘আর আর আর’ ছবির রেকর্ড ভেঙেছে। ট্রেন্ড বলছে, আল্লু অর্জুনের এই ছবি সমস্ত রেকর্ড ভাঙতে চলেছে।

আরটিভি/এএ/এআর

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
তোপের মুখে আল্লু, নিহত সেই ভক্তের পরিবারকে দিলেন ২ কোটি
বক্সঅফিস কাঁপানো ভারতীয় ৫ সিনেমা
ফেঁসে যাচ্ছেন আল্লু অর্জুন, পুলিশের চাঞ্চল্যকর তথ্য ফাঁস
‘পুষ্পা ২’ দেখতে এসে পুলিশের হাতে ধরা পড়ল গ্যাংস্টার