• ঢাকা বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১
logo

একাধিক নতুন গানের শুটিংয়ে ব্যস্ত সালমা

বিনোদন ডেস্ক, আরটিভি

  ০৮ ডিসেম্বর ২০২৪, ১১:০৩
মৌসুমী আক্তার সালমা

খুব অল্প সময়েই গান দিয়ে মানুষের মনে ঝড় তোলেন সংগীতশিল্পী মৌসুমী আক্তার সালমা। ক্যারিয়ারে এখন পর্যন্ত অসংখ্য গান গেয়েছেন তিনি। বর্তমানে একাধিক নতুন গানের শুটিং নিয়ে ব্যস্ত সময় পার করছেন সালমা। পাশাপাশি স্টেজ শো-ও করছেন নিয়মিত।

ধারাবাহিকভাবে প্রতিমাসে নতুন গান প্রকাশ করছেন সালমা। গানে কণ্ঠ দেওয়ার পাশাপাশি ভিডিওতেও রয়েছে তার উপস্থিতি। সম্প্রতি চারটি গানের মিউজিক ভিডিওর শুটিংয়ে অংশ নিয়েছেন সালমা। গানগুলোর রেকর্ডিং আগেই শেষ করেছেন। ভিডিও ধারণের কাজ শেষ হলেই ধারাবাহিকভাবে মুক্ত পাবে গানগুলো।

এ প্রসঙ্গে সালমা বলেন, খুব বেশি প্রয়োজন না হলে শুটিং করতে চাই না। কারণ শুটিংয়ে অনেক কষ্ট করতে হয়। বাইরে রোদের মধ্যে কাজ করতে হয়। যারা কাজ করেন, তারা যে কতো কষ্ট করেন সেটা শুটিংয়ে গেলে অনুভব করা যায়।

তিনি আরও বলেন, অনেক প্রযোজনা প্রতিষ্ঠান চায় গানের ভিডিওতে শিল্পীর উপস্থিতি। তখন আসলে শিল্পী হিসেবে আর নিষেধ করা যায় না। গানের ব্যাবসায়িক দিকও বিবেচনা করতে হয় আমাদের।

এদিকে ‘একমাত্র ঠিকানা’ ও ‘ভালোবাসার মূল্য দিলানা’ শিরোনামের আরও নতুন দুইটি গানে কণ্ঠ দিয়েছেন সালমা। মামুন আফনান রুমি কথা ও সুরে গানগুলোর সংগীতায়োজন করেছেন এস ডি সাগর। ভিন্ন ভিন্ন কোম্পানি থেকে প্রকাশ পাবে গান দুটি।

আরটিভি/এইচএসকে

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বিনোদন এর পাঠক প্রিয়