• ঢাকা বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫, ১ মাঘ ১৪৩১
logo

বাংলাদেশের ছবি থেকে বাদ ঋতুপর্ণা, নির্মাতা বললেন সংস্কার

বিনোদন ডেস্ক, আরটিভি

  ০৮ ডিসেম্বর ২০২৪, ১৬:২০
সংগৃহীত
ছবি: সংগৃহীত

ওপার বাংলার দর্শকপ্রিয় অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। কলকাতার পাশাপাশি বাংলাদেশের অনেক ছবিতেই কাজ করেছেন তিনি। কিছুদিন আগে জানা গিয়ে ছিলো অভিনেত্রী সময়ের আলোচিত নির্মাতা রাশিদ পলাশের ‘তরী’ শিরোনামের ছবিতে কাজ করতে যাচ্ছেন। নতুন খবর হচ্ছে ছবিটি থেকে বাদ দেওয়া হয়েছে ঋতুপর্ণাকে। তার স্থলাভিষিক্ত হয়েছেন পশ্চিমবঙ্গের আরেক অভিনেত্রী শ্রীলেখা মিত্র। খবরটি নিশ্চিত করেছেন পরিচালক রাশিদ পলাশ নিজেই।

চিত্রনায়ক ও সাবেক সংসদ সদস্য ফেরদৌস আহমেদের সঙ্গে বন্ধুত্ব ঋতুপর্ণার। দুজনে একসঙ্গে একাধিক সিনেমায় কাজ করেছেন। বিষয়টি নতুনভাবে সামনে আসাতেই বাদ দিতে হয়েছে এ অভিনেত্রীকে বলে জানা গেছে।

100%

ঋতুপর্ণাকে বাদ দেওয়াকে প্রয়োজনীয় সংস্কার উল্লেখ করে এই নির্মাতা বলে, বিষয়টি এরকম না আবার অনেকটা এরকম। আসলে চাইনি এ নিয়ে কোনো বিতর্ক হোক। সে কারণেই প্রয়োজনীয় সংস্কার।

পরিচালক জানান, শনিবার কলকাতা থেকে ফিরেছেন তিনি। শ্রীলেখা মিত্রের বিষয়টি চূড়ান্ত করতেই সেখানে গিয়েছিলেন। ঋতুপর্ণার শূন্যস্থান পূরণ করলেন চরিত্রটির পরিধি বাড়ছে বলে জানান পরচালক।

‘তরী’র গল্প লিখেছেন আহাদুর রহমান, চিত্রনাট্য ও সংলাপ করেছেন গোলাম রাব্বানী।

আরটিভি /এএ

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মা হারালেন ঋতুপর্ণা
সাফজয়ী ঋতুপর্ণা-মণিকা ও রুপনা চাকমাকে রাঙ্গামাটিতে সংবর্ধনা
ফের পর্দা মাতাতে আসছেন প্রসেনজিৎ-ঋতুপর্ণা
যে কারণে মরণোত্তর দেহদান করে দুশ্চিন্তায় ঋতুপর্ণা