ফের সালমানের বিয়ের জল্পনা, নেপথ্যে যে ছবি
বিয়ে করে সংসারী হবেন বলিউড অভিনেতা সালমান খান—দিনরাত এমন স্বপ্নই দেখেন তার ভক্তরা। আর বরাবরই সে আশায় জল ঢেলে দেন অভিনেতা। তার সময়ের বেশির ভাগ তারকাই বিয়ে করে সংসার জীবনে পা রাখলেও তিনি এখনও সিঙ্গেলই রয়ে গেছেন।
অনেকের সঙ্গে সম্পর্কে জড়ালেও কোথাও থিুত হতে পারেননি সালমান। তবে মাঝে মধ্যেই অভিনেতার বিয়ের গুঞ্জনে শোরগোল পড়ে যায় নেটদুনিয়ায়। কিন্তু শেষ পর্যন্ত ফলাফল সেই একই। এবার ফের সালমানের বিয়ের জল্পনায় মেতেছেন নেটিজেনরা। আর এর নেপথ্যে রয়েছে একটি ছবি; যা ইতোমধ্যেই ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।
ভারতীয় গণমাধ্যমের সূত্র অনুযায়ী, জীবনে অসংখ্য গার্লফ্রেন্ড থাকলেও শেষ পর্যন্ত কারও সঙ্গেই বিয়ের পিঁড়িতে বসেননি সালমান। তার জীবনের সর্বশেষ গার্লফ্রেন্ড রোমানিয়ান সঙ্গীতশিল্পী-অভিনেত্রী ইউলিয়া ভন্তুর। ২০১৬ সালে ক্যাটরিনার সঙ্গে বিচ্ছেদের পর ইউলিয়ার সঙ্গে প্রেমে বাঁধা পড়েন অভিনেতা।
প্রেমের সম্পর্কে জড়ানোর পর খান বাড়িতে বহুবার সালমানের পরিবারের সঙ্গে সময় কাটিয়েছেন ইউলিয়া। এ কারণেই এর আগে সিনেমাপাড়ায় অনেকবারই সালমান-ইউলিয়ার বিয়ের গুঞ্জন ওঠে। যদিও এখনও তা বাস্তবে রুপ নেয়নি। এবার ইউলিয়ার বাড়িতে দেখা গেল সালমানকে।
গত ৭ ডিসেম্বর ছিল ইউলিয়ার বাবার জন্মদিন। এতে অংশ নিতে দুবাই উড়াল দেন অভিনেতা। এদিকে বাবার জন্মদিন উদযাপন করার পর ইনস্টাগ্রামে দুটি ছবি শেয়ার করেন ইউলিয়া।
ছবি দুটির ক্যাপশনে ইউলিয়া লিখেছেন, ‘শুভ জন্মদিন বাবা। তোমায় খুব ভালোবাসি আর অনেক ধন্যবাদ। একসঙ্গে দুই হিরো।’
এই দুই হিরো বলতে নিজের বাবা ও প্রেমিক সালমানকে বুঝিয়েছেন ইউলিয়া। আর এতেই দুইয়ে দুইয়ে চার মিলিয়েছেন ভক্তরা। তারা মনে করছেন, এমন ঘনিষ্ঠতা সালমান-ইউলিয়ার বিয়েরই সবুজ সংকেত।
ওই ছবিগুলোতে দেখা যায়, শুধুমাত্র পরিবারের সদস্যদের নিয়েই জন্মদিন পালন করা হয়েছে ইউলিয়ার বাবার। আর পারিবারিক অনুষ্ঠানেই অংশ নিয়েছেন সালমান। যা অভিনেতার ভক্তদের মনে উসকে দিয়েছে অসংখ্য জল্পনা।
আরটিভি/এইচএসকে-টি
মন্তব্য করুন