• ঢাকা বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১
logo

পুষ্পা টু’র প্রিমিয়ারে ভক্তের মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার তিন

বিনোদন ডেস্ক, আরটিভি

  ০৯ ডিসেম্বর ২০২৪, ১৬:৪৬

প্রিয় তারকার জন্য মাঝে মধ্যেই ভক্তদের পাগলামি করতে দেখা যায়। এতে প্রায়ই বিব্রতকর অবস্থায় পড়েন তারকারাও। গত ৪ ডিসেম্বর হায়দরাবাদে দক্ষিণী সুপারস্টার আল্লু অর্জুনের ‘পুষ্পা টু’র প্রিমিয়ারে ঘটে যায় এক মর্মান্তিক দুর্ঘটনা! ভক্তদের অতিরিক্ত হুড়োহুড়িতে পদপিষ্ট হয়ে মারা যান এক নারী।

এ ঘটনায় গত শনিবার এক সংবাদ সম্মেলনে আল্লু অর্জুন নিহতের পরিবারের কাছে ক্ষমা চান। শুধু তাই নয় নিহত সেই নারীর পরিবারকে আর্থিক সাহায্য করেছেন আল্লু অর্জুন। জানা গেছে, অনুরাগীর পরিবারকে ২৫ লাখ রুপি দিয়েছেন অভিনেতা। শুধু তাই নয়, মৃত নারীর ৯ বছরের সন্তান, যে গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছে, তার চিকিৎসার দায়িত্বও নিয়েছেন অভিনেতা।

এবার হায়দরাবাদ পুলিশ এই ঘটনায় অভিযুক্ত তিনজনকে গ্রেপ্তার করেছে। ভারতীয় গণমাধ্যমের খবর, পুলিশ যে তিনজনকে গ্রেপ্তার করেছে, তাদের মধ্যে একজন সন্ধ্যা থিয়েটারের মালিক এম সন্দীপ, একজন ম্যানেজার এম নাগার্জু এবং একজন নিরাপত্তা প্রধান গন্ধকাম বিজয় চন্দর। তাদের বিরুদ্ধে মামলাও হয়েছে।

শুধু পদপিষ্ট হয়ে নারীর মৃত্যুর ঘটনাই নয়, ‘পুষ্পা টু’ মুক্তিকে কেন্দ্র করে আরও বেশ কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে। তেলেঙ্গানার একটি সিনেমা হলে ‘পুষ্পা টু’ না দেখানোয় হল মালিককে মারধরের হুমকি দেওয়া হয়েছে। এমনকি খোদ ছবির পরিচালক সুকুমারকে মারধরের হুমকি দেন ক্ষত্রিয় কর্ণি সেনার প্রধান রাজ শেখাওয়াত।

এদিকে, মুক্তির মাত্র ৪ দিনে ভারতীয় বক্সঅফিসে ৫০০ কোটির গণ্ডি ছাড়িয়ে গেছে ‘পুষ্পা টু’। বলিউড মুভি রিভিউজ ডটকম বলছে, মুক্তির দিন থেকে ৮ ডিসেম্বর পর্যন্ত এই সিনেমাটির আয় দাঁড়িয়েছে ৫৮৫ কোটি রুপি। যেখানে বিশ্বব্যাপী ‘পুষ্পা টু’র আয় এখন পর্যন্ত ৭৫০ কোটি রুপি।

এ ছাড়াও একই দিনে দুটি ভাষায় ৫০ কোটি রুপির বেশি আয় করা প্রথম চলচ্চিত্র হয়ে উঠেছে ‘পুষ্পা টু’। মাত্র ৪ দিনে দ্রুততম ভারতীয় সিনেমা হিসেবে প্রায় ৬০০ কোটি রুপি আয়ের রেকর্ড গড়েছে সিনেমাটি।

আরটিভি /এএ


মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
‘পুষ্পা টু’ শোয়ের পর হল থেকে উদ্ধার যুবকের মরদেহ
‘পুষ্পা টু’ নিয়ে জিতের পোস্টের জবাবে যা বললেন আল্লু অর্জুন
চার দিনে কত আয় করল আল্লু-রাশমিকার ‘পুষ্পা টু’
মুক্তির তৃতীয় দিনেই ‘পুষ্পা টু’র বাজিমাত