মেসবাহ আহমেদের একক গজল সন্ধ্যা
দেশের জনপ্রিয় গজলশিল্পী মেসবাহ আহমেদের একক গজল সন্ধ্যার আয়োজন করা হয়েছে আগামী (২৬ ডিসেম্বর) বৃহস্পতিবার। রাজধানীর গুলশানের সাতুরিতে অনুষ্ঠান শুরু হবে সন্ধ্যা ৭টায়। অনুষ্ঠানটির আয়োজন করেছেন ব্ল্যাক টাই। এই বিশেষ গজল সন্ধ্যাটি শুধুমাত্র আমন্ত্রিত অতিথিরাই উপভোগ করতে পারবেন।
মেসবাহ আহমেদ বাংলাদেশের একমাত্র গজলশিল্পী, যিনি উপমহাদেশের প্রখ্যাত গজল ব্যক্তিত্ব জগজিত্ সিংয়ের শিষ্য। দেশসেরা শাস্ত্রীয় সঙ্গীতজ্ঞ ওস্তাদ নিয়াজ মুহাম্মদ চৌধুরীও তার গুরু। দীর্ঘ তিন দশকেরও বেশি সময় ধরে এই শিল্পী সঙ্গীতের এই অভিজাত ধারাটি দর্শকদের কাছে পৌঁছে দিচ্ছেন।
দীর্ঘ তিন যুগের তপস্যায় ঢাকার মেসবাহ আহমেদ পরিণত হয়েছেন বাংলাদেশের মেসবাহ আহমেদে। তার ত্যাগ, শ্রম, অভিনিবেশ ও সর্বোচ্চ আত্মনিবেদনে হয়ে উঠেছেন গজল ম্যায়েস্ট্রো মেসবাহ আহমেদ! বাংলাদেশে ২য় কোনো শিল্পী নেই যিনি শুধু সঙ্গীতের একটি বিশেষ ধারায় গাইবার প্রয়োজনে একটি ভাষা শিখেছেন। মেসবাহ আহমেদ সেই এক ও অদ্বিতীয় শিল্পী যিনি গজল গাওয়াকে শতভাগ প্রফেশনাল করে তোলার জন্যে উর্দু ভাষা শিখেছেন কঠিন প্রশিক্ষণ ও চর্চায়।
ব্যবসায়িক কাজে ব্যস্ততা থাকা সত্বেও মেসবাহ আহমেদ তার বাংলা মৌলিক গান প্রকাশের দিকে বিশেষ নজর রাখছেন। তার নিজের লেখা ও সুর করা গজল আঙ্গিকের বেশ কিছু গানের রেকর্ডিং পুরোদমে চলছে যা সময়ের সাথে সাথে প্রকাশিত হবে। বর্তমানে রেকর্ডিং এর কাজ নিয়ে তিনি যথেষ্ট ব্যস্ত আছেন।
এদিকে গেল বছর মেসবাহ আহমেদ ভারতের ঐতিহ্যবাহী আন্তর্জাতিক গজল সম্মেলনে যোগ দিয়ে ছিলেন। মুম্বাই অনুষ্ঠিত ‘খাজানা ফেস্টিভ্যাল’ শীর্ষক সপ্তাহব্যাপী এই সম্মেলনে তিনি গজল পরিবেশন করেন।
আরটিভি /এএ
মন্তব্য করুন