• ঢাকা সোমবার, ১৩ জানুয়ারি ২০২৫, ২৯ পৌষ ১৪৩১
logo

মুক্তির অপেক্ষায় রুনা খানের একাধিক চলচ্চিত্র

বিনোদন ডেস্ক, আরটিভি

  ১০ ডিসেম্বর ২০২৪, ১১:০১
রুনা খান

বহুমাত্রিক চরিত্রে কাজ করে ইতোমধ্যে নিজের অভিনয় দক্ষতা প্রমাণ করেছেন রুনা খান। ওজন কমিয়ে গ্ল্যামার লুকে হাজির হয়ে রীতিমতো চমকে দেন সবাইকে। দিন যতই যাচ্ছে বয়স যেন ততই কমছে তার। ৪১ বছর বয়সে এসেও মাঝে মধ্যেই ফেসবুকে ছবি দিয়ে নেটদুনিয়া কাঁপান অভিনেত্রী।

ছোটপর্দার পাশাপাশি বড় পর্দায় কাজ করছেন রুনা। এবার জানা গেল, মুক্তির অপেক্ষায় রয়েছে তার অভিনীত একাধিক সিনেমা। ‘লীলামন্থন’ নামে নতুন একটি সিনেমার কাজ ইতোমধ্যেই শেষ করেছেন তিনি। সিনেমাটি নির্মাণ করেছেন জাহিদ হোসেন।

সিনেমাটি প্রসঙ্গে রুনা বলেন, সিনেমাটির গল্প ও চরিত্র আমাকে খুব বেশি আকৃষ্ট করেছে। এতটাই পছন্দ হয়েছে যে, কাজটি করতে এক বাক্যে রাজি হয়ে যাই। চমৎকার গল্পে গুরুত্বপূর্ণ একটি চরিত্র করেছি আমি। আশা করছি দর্শকদের পছন্দ হবে।

এ ছাড়াও একাধিক সিনেমা ও ওয়েব সিরিজের কাজ শেষ করেছেন রুনা। বর্তমানে সবগুলোই রয়েছে মুক্তির অপেক্ষায়। কাজের ব্যস্ততা প্রসঙ্গে অভিনেত্রী বলেন, মুক্তির অপেক্ষায় আছে মাসুদ পথিকের সিনেমা ‘বক’। কবি জীবনানন্দ দাশের কবিতা ‘আট বছর আগের একদিন’র ছায়া অবলম্বনে নির্মিত এটি।

তিনি আরও বলেন, কৌশিক শংকর দাশের ‘দাফন’ নামে একটি সিনেমার কাজ শেষ করেছি। সত্য ঘটনা অবলম্বনে নির্মিত হয়েছে সিনেমাটি। এ ছাড়া ‘পাপ কাহিনি’ নামে একটি ওয়েব সিরিজ ও ‘নীল পদ্ম’ নামে একটি স্বল্পদৈর্ঘ্য সিনেমার কাজও শেষ করেছি। সবগুলোই সময় সুযোগ বুঝে মুক্তি পাবে।

আরটিভি/এইচএসকে/এআর

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
দৌলতদিয়া পল্লীতে কাজের অভিজ্ঞতা নিয়ে যা বললেন রুনা খান
সুইমিংপুলে কি মানুষ সালোয়ার কামিজ পরে নামবে: রুনা খান
শুভ্র পোশাকে উত্তাপ ছড়ালেন রুনা খান
নতুন চলচ্চিত্রে রুনা খান