• ঢাকা শনিবার, ১১ জানুয়ারি ২০২৫, ২৭ পৌষ ১৪৩১
logo

যে কারণে ছেলের বিরুদ্ধে মামলা করলেন অভিনেতা বাবা

বিনোদন ডেস্ক, আরটিভি

  ১০ ডিসেম্বর ২০২৪, ১৪:১৩
ছবি: সংগৃহীত

অনেক সময়ই বাবা-মায়ের সঙ্গে সন্তানের বিরোধের কথা শোনা যায়। সাধারণ মানুষের পাশাপাশি সেলিব্রিটিদের মাঝেও রয়েছে এমন ঘটনা। এবার ছেলের বিরুদ্ধে মামলা করলেন দক্ষিণী ইন্ডাস্ট্রির অভিনেতা মোহন বাবু।

সোমবার (৯ ডিসেম্বর) ছেলে মনোজ মাঞ্চু ও পুত্রবধূ মণিকার বিরুদ্ধে মামলা দায়ের করেছেন তিনি। মূলত সম্পত্তি নিয়ে বিরোধের জেরেই এই মামলা করতে বাধ্য হন অভিনেতা।

পুলিশের কাছে মোহন বাবু অভিযোগ করেছেন, জীবনের নিরাপত্তা শঙ্কায় রয়েছেন তিনি। অভিনেতার জলাপল্লী বাড়িতে ৩০ জন লোক পাঠিয়েছিল ছেলে মনোজ। মোহন বাবুর এই বাড়িটি দখল করে তাকে উচ্ছেদের চেষ্টা করছে তার ছেলে ও পুত্রবধূ।

গত ৯ ডিসেম্বর ঘটে যাওয়া ঘটনার বর্ণনা দিয়ে অভিযোগপত্রে অভিনেতা লেখেন, সেদিন আমি মাধপুর অফিসে ছিলাম। রাত সাড়ে ১০টার দিকে আমার এক গৃহকর্মী জানান, প্রায় ৩০ জন ব্যক্তি জোর করে বাড়িতে যায়। সেখানে তারা মনোজের সহযোগী বলে দাবি করে এবং আমার বাড়ির স্টাফদের ভয়ানক পরিণতির হুমকি দেয়। পাশাপাশি বাড়ি থেকে উচ্ছেদের হুমকিও দেয়। তাদের অনুমতি ছাড়া নাকি আমার বাড়িতে কেউ প্রবেশ করতে পারবে না।

তিনি আরও লেখেন, আমি আমার নিরাপত্তা, গুরুত্বপূর্ণ জিনিসপত্র ও আমার সম্পত্তি নিয়ে ভীত। শুধু তাই নয়, আমি বাড়ি ফিরে গেলে আমার ক্ষতি করার জন্য অপেক্ষা করছেন তারা। আমাকে বাড়ি ত্যাগ করতে বাধ্য করেছে তারা। আমার বাড়িতে আমার যে সব স্টাফ রয়েছেন তাদের ক্রমাগত প্রাণনাশের হুমকি দিচ্ছেন।

ক্যারিয়ারে অসংখ্য সিনেমায় অভিনয় করেছেন মোহন বাবু। ব্যক্তিগত জীবনে বিদ্যা দেবীর সঙ্গে ঘর বাধেন তিনি। তাদের মাঞ্চু লক্ষ্মী ও বিষ্ণু মাঞ্চু নামের দুই ছেলে-মেয়ে রয়েছে। পেশায় তারা দুজনেই অভিনয়শিল্পী।

বিদ্যা দেবী মারা যাওয়ার পর তারই ছোট বোন নির্মলা দেবীকে বিয়ে করেন মোহন বাবু। এ সংসারে জন্ম হয় মনোজ মাঞ্চুর। অন্য ভাই-বোনের মতো অভিনয়ে পা রাখলেও খুব একটা সুবিধা করতে পারেননি তিনি।

আরটিভি/এইচএসকে/এআর

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বিনোদন এর পাঠক প্রিয়