বিজয় দিবসে জেমসের ওপেন কনসার্ট
মহান বিজয় দিবস উপলক্ষে ওপেন কনসার্টে পারফর্ম করবেন জনপ্রিয় ব্যান্ড তারকা জেমস। শুধু তিনিই নন, দেশের জনপ্রিয় একঝাঁক সংগীতশিল্পীও গান গাইবেন এই কনসার্টে।
‘সার্বজনীন কনসার্ট’শিরোনামে কনসার্টটির আয়োজন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি। মঙ্গলবার (১০ ডিসেম্বর) ‘সবার আগে বাংলাদেশ’ শীর্ষক এক সংবাদ সম্মেলনে এই কনসার্টের ঘোষণা দেওয়া হয়।
জানা গেছে, ১৬ ডিসেম্বর রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে আয়োজিত হবে এই কনসার্ট। সেখানে বাংলাদেশের গান ও সংস্কৃতি তুলে ধরা হবে, নতুন প্রজন্মকে দেশের ইতিহাস ও সংস্কৃতির সঙ্গে পরিচিত করানো হবে। এছাড়াও ভিনদেশি সাংস্কৃতিক আগ্রাসন থেকে মুক্তি প্রত্যাশাও করা হবে বলেও জানানো হয় সংবাদ সম্মেলনে।
জেমসের মঞ্চে ওঠা প্রসঙ্গে গণমাধ্যমকে রবিন ঠাকুর বলেন, অনেক দিন পর দেশের কোনো ওপেন কনসার্টে পারফর্ম করবেন জেমস ভাই। এই মাসেই দেশের বেশ কয়েকটি কনসার্টে গাইবেন তিনি। বিজয় দিবসের কনসার্টের শেষ আকর্ষণ হিসেবে মঞ্চে উঠবেন তিনি।
বিজয় দিবসের এই কনসার্টে জেমস ছাড়াও আরও গান গাইবেন বেবী নাজনীন, কনক চাঁপা, মনির খান, প্রীতম, ইমরান, কনা ও একদল লোকশিল্পী।
এ ছাড়া কনসার্টে অংশ নেবে ডিফারেন্ট টার্চ, আর্ক, রাফার মতো বেশ কয়েকটি ব্যান্ড। আগামী ১৬ ডিসেম্বর বিকেল ৩টা থেকে শুরু হয়ে রাত ১১টা পর্যন্ত চলবে কনসার্টটি।
আরটিভি/এইচএসকে
মন্তব্য করুন