• ঢাকা বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১
logo

এটা অন্য জায়গায় হলে চুলের মুঠি ধরে বের করে দিত: ইমন

বিনোদন ডেস্ক, আরটিভি

  ১২ ডিসেম্বর ২০২৪, ১২:২৮
ইমন চক্রবর্তী

কলকাতার জনপ্রিয় গায়িকা ইমন চক্রবর্তী। নানান কনসার্টে বরাবরই মঞ্চ মাতান এই গায়িকা। কিন্তু এবার গান গাইতে গিয়ে ক্ষোভ ঝাড়লেন তিনি। পশ্চিমবঙ্গের একটি মঞ্চে গান গাইছিলেন, হঠাৎ দর্শকের আসন থেকে তার কণ্ঠে বাংলা গান শুনতে অস্বীকৃতি জানান শ্রোতারা।

ইমন চক্রবর্তী

গত ৬ ডিসেম্বর কলকাতার রাজারহাটের একটি কনসার্টে চিৎকার করে এক যুবক বলে ওঠেন, ‘হিন্দি গানা গাইয়ে, নাচেঙ্গে। তবে গায়িকাও কম যান না। শ্রোতাদের সেই অনুরোধ উপেক্ষা করে তাদের উদ্দেশে স্পষ্ট ভাষায় ইমন বলেন, বাংলায় থাকতে হলে বাংলা গান শুনতে হবে। ইতোমধ্যে গায়িকার প্রতিবাদের সেই ভিডিও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়।

ক্ষিপ্ত হয়ে মঞ্চ থেকে ইমন বলেন, জোরের সঙ্গে বলছি, আমি বাংলা গান শুনব না, এটা অন্য কোনো জায়গা হলে চুলের মুঠি ধরে ক্যাম্পাস থেকে বার করে দিত। বাংলায় থাকছ, বাংলায় রোজগার করছ; বাংলা গান শুনবে না বলছ? ফালতু জিনিস করবে না। এই রাজ্যের নাম বাংলা।

ইমন চক্রবর্তী

তিনি আরও বলেন, পাঞ্জাবি গান শোনো, মারাঠি গান শোনো, ইংরেজি গান শোনো বাড়িতে। কিন্তু তোমার সাহস হলো কী করে, আমাকে বাংলা গান গাইতে না বলতে? সাহস কে দিল? এই ভণ্ডামিগুলো কোরো না। সাহস থাকলে স্টেজে এসো। বাংলায় থাকছ, বাংলায় চাকরি করছ, বাংলায় রোজগার করছ, এদিকে বাংলা গান শুনবে না বলছ!

বিষয়টি নিয়ে ভারতীয় গণমাধ্যমকে গায়িকা বলেন, আমি জানতাম, ওখানে অবাঙালি শ্রোতা থাকবেন। আমরা যে শুধুই বাংলা গান গাই, তা কিন্তু নয়। আমি একজন সংগীতশিল্পী, সব ভাষার গান গাইব। কিন্তু আমার ভাষাকে অসম্মান করা হলে, তা মেনে নিতে পারব না। সেদিনের অনুষ্ঠানেও ওই ছেলে অবাঙালি ছিল, আমি নিশ্চিত। সে যেভাবে আমাকে বলল, হিন্দি গান গাইয়ে, নাচেঙ্গে তাতে আমি অপমানিত। বাংলায় থাকছে, রোজগার করছে। এই ভাষার প্রতি ন্যূনতম শ্রদ্ধা থাকবে না?

ইমন চক্রবর্তী

ইমন বলেন, প্রতিটি রাজ্যে নিজের ভাষাকে যথেষ্ট সম্মান করা হয়। চেন্নাই হোক বা দিল্লি— যেকোনো শহরেই প্রত্যেকে নিজের ভাষায় কথা বলেন। সেই জন্যই ওদের ছবি, সংস্কৃতি উচ্চ স্তরে পৌঁছে গিয়েছে। এটা কিন্তু নিজের ভাষার প্রতি সম্মানের জন্যই সম্ভব হয়েছে। আর কারও যদি বাংলা গান শুনতে ইচ্ছাই না করে, তাহলে বাঙালি শিল্পীর অনুষ্ঠানে এসেছে কেন? বাংলা গানের কনসার্টে এসে এসব করার তো কোনো মানে হয় না।

আরটিভি/এইচএসকে/এআর

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিজয় দিবসে জেমসের ওপেন কনসার্ট
১৬ ডিসেম্বর রাজধানীতে বিএনপির কনসার্ট 
রাহাত ফতেহ আলীর কনসার্টের টিকিট মূল্য কত
কনসার্টে বাংলা গান নিয়ে দর্শকের আপত্তি, কড়া জবাব দিলেন ইমন