ফারুকীর ‘৮৪০’ দেখে যা বললেন উপদেষ্টা নাহিদ-আসিফ
বাংলাদেশের রাজনীতিবিদদের উত্থান-পতনের গল্পে সিনেমা ‘৮৪০’নির্মাণ করেছেন অন্তর্বর্তী সরকারের সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা ও নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। আগামীকাল ১৩ ডিসেম্বর মুক্তি পাবে সিনেমাটি।
এরই মধ্যে বুধবার (১১ ডিসেম্বর) রাজধানীর মহাখালীতে আয়োজন করা হয় ‘৮৪০’র বিশেষ প্রিমিয়ার। সেখানে উপস্থিত ছিলেন সিনেমার সব কলাকুশলীরা। উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকীসহ বিশেষ অতিথি হিসেবে ছিলেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া। এদিন তারা সকলে উপভোগ করেন সিনেমাটি।
‘৮৪০’র প্রিমিয়ার শেষে গণমাধ্যমের মুখোমুখি হয়ে সিনেমা প্রসঙ্গে উপদেষ্টা নাহিদ ইসলাম বলেন, একজন শিল্পী, নির্মাতা, সাহিত্যিক সমাজের বাস্তবতা তুলে ধরবেন। কিন্তু বিগত সরকারের আমলে আমাদের শিল্পী, সাহিত্যিক বা আমাদের সিনেমার নির্মাতারা অনেক সময় অনেক বিষয় তুলে আনতে পারেনি। এখন আমাদের সময় সেই কথাগুলো বলা।
তিনি আরও বলেন, সেই কাজটাই করেছেন ফারুকী ভাই। আমরা রাজনৈতিক একটা লড়াইয়ে মাধ্যমে এসেছি। সেই লড়াইটা এখনও চলমান। যারা সংস্কৃতির সঙ্গে জড়িতে তাদের কাছে আমাদের আহ্বান, সিনেমার মাধ্যমে সমাজের প্রসিদ্ধ বিষয়গুলো তুলে আনার চেষ্টা করা।
অন্যদিকে উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, দীর্ঘমেয়াদি ও সার্বজনীন লড়াই সেটা হল- সাংস্কৃতিক লড়াই। এই লড়াইটা ফারুকী ভাইয়েরা আগে থেকেই করে আসছিলেন। আশা করি, তার এই সিনেমাটি পূর্বের ‘৪২০’নাটকের চেয়ে বেশি সাড়া জাগাবে।
‘৮৪০’র ট্রেলার মুক্তর পর দর্শকমহলে ব্যাপক সাড়া ফেলে এটি। ‘ডেমোক্রেসি প্রাইভেট লিমিটেড’র ব্যানারে গত ৬ ডিসেম্বর ট্রেলারটি মুক্তির পর থেকেই সিনেমাটি দেখার অপেক্ষায় প্রহর করছেন দর্শকরা।
২০০৭ সালে বাংলাদেশের রাজনীতিবিদদের উত্থান-পতনের গল্প নিয়ে সিরিজ ‘৪২০’ নির্মাণ করেছিলেন ফারুকী। লম্বা বিরতির পর সিরিজটির সিক্যুয়েল হয়ে পর্দায় ফিরছে ‘৮৪০’।
ছবিয়াল প্রোডাকশন থেকে ‘৮৪০’সিরিজটি প্রযোজনা করেছেন নুসরাত ইমরোজ তিশা। সহপ্রযোজক হিসেবে রয়েছেন ফরিদুর রেজা সাগর। তবে শুধু প্রেক্ষাগৃহে নয়, ওটিটি এবং টেলিভিশনেও দেখা যাবে সিরিজটি।
‘৮৪০’সিরিজে বিশিষ্ট মেয়র তথা রাজনৈতিক নেতার চরিত্রে পর্দা কাঁপাবেন অভিনেতা নাসিরুদ্দিন খান। এ ছাড়া সিরিজে আরও রয়েছেন, ফজলুর রহমান বাবু, বিজরী বরকতুল্লাহ, নাদের চৌধুরী, শাহরিয়ার নাজিম জয়, মারজুক রাসেল, জাকিয়া বারী মম ও প্রান্তর দস্তিদারসহ অনেকেই।
আরটিভি/এইচএসকে
মন্তব্য করুন