• ঢাকা শনিবার, ১৮ জানুয়ারি ২০২৫, ৪ মাঘ ১৪৩১
logo

শিগগিরই পর্দা মাতাতে আসছেন সুনেরাহ

বিনোদন ডেস্ক, আরটিভি

  ১৩ ডিসেম্বর ২০২৪, ১০:৩৯
সুনেরাহ বিনতে কামাল (সংগৃহীত)

এ প্রজন্মের জনপ্রিয় অভিনেত্রী সুনেরাহ বিনতে কামাল। কাজের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও সক্রিয় তিনি। তবে অনেকদিন হলো নতুন কোনো সিনেমায় নেই অভিনেত্রী। এখন নাটকেই বেশি ব্যস্ত রেখেছেন নিজেকে। এবার মিউজিক ভিডিওর মডেল হয়ে পর্দা মাতাতে আসছেন সুনেরাহ।

কয়েক দিন আগে একটি নাটকে অভিনেতা আরশ খানের সঙ্গে জুটি বেধে কাজ করেছেন তিনি। এবার আরশের সঙ্গে মিউজিক ভিডিওতে কাজ করলেন অভিনেত্রী।

‘আয় গোছাই’ শিরোনামে রোমান্টিক ঘরানার গানে কণ্ঠ দিয়েছেন আবদুল কাইয়ূম। ইতোমধ্যে গানটির মিউজিক ভিডিওর শুটিং সম্পন্ন হয়েছে। এটি নির্মাণ করেছেন চন্দন রয় চৌধুরী। শিগগিরই একটি ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে গানটি।

মিউজিক ভিডিও প্রসঙ্গে সুনেরাহ বলেন, ‘আয় গোছাই’ গানটির গল্প আলাদা। কক্সবাজারে শুটিং হয়েছে। পরিচালক ও টিম ছিল গোছানো। সিনেমার মতোই আমরা সময় নিয়ে গানটির শুটিং করেছি। অভিনয়ের জায়গা ছিল। বাজেটে কোনো ছাড় দেওয়া হয়নি। এসব কারণে মনে হয়েছে কাজটির সঙ্গে আমার থাকা উচিত।

আরটিভি/এইচএসকে/এস

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নুহাশ হুমায়ূনের সঙ্গে প্রেমের গুঞ্জনে মুখ খুললেন সুনেরাহ