ঢাকারোববার, ২৯ জুন ২০২৫, ১৫ আষাঢ় ১৪৩২

বিয়ে করলেন কীর্তি সুরেশ

বিনোদন ডেস্ক, আরটিভি

শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪ , ০৩:৪০ পিএম


loading/img
ছবি: সংগৃহীত

সাত পাকে বাঁধা পড়লেন দক্ষিণী অভিনেত্রী কীর্তি সুরেশ। বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) দীর্ঘদিনের প্রেমিক অ্যান্টনি ঠাট্টিলের সঙ্গে জীবনের নতুন ইনিংস শুরু করলেন অভিনেত্রী। গোয়ায় বসেছিল তাদের বিয়ের আসর।

বিজ্ঞাপন

সামাজিক যোগাযোগমাধ্যমে ভেসে বেড়াচ্ছে কীর্তি-অ্যান্টনির বিয়ের ছবি। সেখানে দেখা যাচ্ছে, দক্ষিণী রীতি মেনেই বিয়ে করেছেন তারা। তবে চলচ্চিত্র জগতের কেউ নন অ্যান্টনি। পেশায় কেরালার একজন হোটেল ব্যবসায়ী তিনি।

মুহূর্তেই কীর্তির বিয়ের ছবি ছড়িয়ে পড়ে নেটদুনিয়ায়। এ দিন বিয়ের অনুষ্ঠানে দুই পরিবারের সদস্যরাসহ উপস্থিত ছিলেন বলিউড এবং দক্ষিণী ইন্ডাস্ট্রির একাধিক তারকারাও। 

বিজ্ঞাপন

প্রসঙ্গত, ‘মহানতী’, ‘দশারা’র মতো জনপ্রিয় দক্ষিণী সিনেমায় অভিনয় করে প্রশংসা কুড়িয়েছেন কীর্তি। চলতি মাসেই মুক্তি পাবে তার অভিনীত সিনেমা ‘বেবি জন’। এতে বরুণ ধাওয়ানের সঙ্গে জুটি বেঁধেছেন কীর্তি। এটিই অভিনেত্রীর প্রথম বলিউড সিনেমা।

আরটিভি/এইচএসকে/এস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |