• ঢাকা মঙ্গলবার, ১৪ জানুয়ারি ২০২৫, ৩০ পৌষ ১৪৩১
logo

বেডরুমে ঢুকে আল্লু অর্জুনকে গ্রেপ্তার, পোশাক বদলানোর সময় দেয়নি পুলিশ

বিনোদন ডেস্ক, আরটিভি

  ১৪ ডিসেম্বর ২০২৪, ১২:১৪
সংগৃহীত
ছবি:সংগৃহীত

‘পুষ্পা ২’- সিনেমার প্রিমিয়ার দেখতে গিয়ে ভিড়ের মধ্যে পড়ে এক নারীর মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার হয়েছেন দক্ষিণী সুপারস্টার আল্লু অর্জুন। ওই ঘটনায় নিহতের পরিবার অভিযোগ দায়েরের পর শুক্রবার (১৩ ডিসেম্বর) হায়দারাবাদের বানজারা হিলসের বাড়ি থেকে গ্রেপ্তার করা হয় অর্জুনকে। গ্রেপ্তাররের পর নিম্ন আদালত আল্লু অর্জুনকে ১৪ দিনের রিমান্ডে পাঠানোর পর তেলেঙ্গানা হাইকোর্ট থেকে অন্তর্বর্তীকালীন জামিন পেয়েছেন তিনি।

এদিকে আল্লু অর্জুনকে গ্রেপ্তারের সময় তার সঙ্গে মোটেই আলাদা আচরণ করেনি ভারতীয় পুলিশ। সোজা এই দক্ষিণী সুপারস্টারের বেডরুমে ঢুকে যায়। তাকে পোশাক পরিবর্তন করার সুযোগও দেয়নি।

এদিকে আল্লুর গ্রেপ্তারে অনেকেই নাখোশ। ক্ষোভ প্রকাশ করেছেন সহশিল্পী রাশমিকা মান্দানা। তবে কারামুক্ত হয়ে আল্লু অর্জুন এর উল্টো। আইনের প্রতি শ্রদ্ধা দেখিয়ে তিন বলেন, আমি নাগরিক হিসেবে বরাবর সমস্ত আইন মেনে চলেছি। এক্ষেত্রেও সমস্ত ধরনের সহযোগিতা করতে চাই। আরও একবার নিহতের পরিবারের প্রতি আমার সমবেদনা জানাই।

আরটিভি /এএ/এস

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
এবার সঞ্জয় লীলা বানসালির সিনেমায় আল্লু অর্জুন
এবার রামচরণের অনুষ্ঠানে দুর্ঘটনায় নিহত ২
ছেলে আল্লু অর্জুনকে বাঁচাতে মাঠে নামলেন বাবা
তোপের মুখে আল্লু, নিহত সেই ভক্তের পরিবারকে দিলেন ২ কোটি