• ঢাকা রোববার, ১৫ ডিসেম্বর ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১
logo

পর্দায় ফিরছে ‘বার্বি’

বিনোদন ডেস্ক, আরটিভি

  ১৫ ডিসেম্বর ২০২৪, ১৫:৩৩
ছবি: সংগৃহীত

বহুল জনপ্রিয় আমেরিকান ফ্যান্টাসি কমেডি সিনেমা ‘বার্বি’। মুক্তি পাওয়ার পরই বিশ্বব্যাপী ১.৪ বিলিয়ন ডলার আয় করে বিশাল সাফল্য পায় সিনেমাটি। এরপর থেকেই সিনেমাটির সিক্যুয়েলের অপেক্ষায় দর্শকেরা। অবশেষে জানা গেল, পর্দায় ফিরছে ‘বার্বি’।

হলিউড রিপোর্টারের তথ্য অনুযায়ী, ‘বার্বি টু’ নিয়ে পরিকল্পনা করছেন সিনেমাটির নির্মাতা গ্রীটা গারউইগ এবং সহলেখক নোয়া বামব্যাচ। ইতোমধ্যেই তারা একটি গল্প তৈরি করে প্রযোজনা প্রতিষ্ঠান ওয়ার্নার ব্রাদার্সের কাছে জমাও দিয়েছেন তারা।

সম্প্রতি একটি সাক্ষাৎকারে বিষয়টি নিয়ে গারউইগ বলেন, শুধু তখনই সিক্যুয়েল তৈরি করবেন যখন এমন একটি গল্প খুঁজে পাবেন যা আপ্লুত করবে আমাকে। আমার মূল উদ্দেশ্য আমি গভীরভাবে যা ভালোবাসি তা দেখাতে পারছি কি না। সেখানে গল্পটাই মূল ব্যাপার।

যদিও সিক্যুয়েলের কাহিনী সম্পর্কে এখনও নিশ্চিতভাবে কিছু জানা যায়নি। তবে প্রাথমিকভাবে বাছাই হওয়া গল্পটি অভিনেত্রী এবং প্রযোজক মার্গোট রবির বেশ পছন্দ হয়েছে। ব্যাপারটি গারউইগের ওপর ছেড়ে দিয়েছেন তিনি। নির্মাতা যেটা বাছাই করবেন তা নিয়ে মাঠে নামতে প্রস্তুত মার্গট।

মুক্তির পর বাণিজ্যিক সাফল্যে রেকর্ড গড়েছে ‘বার্বি’। পাশাপাশি একাধিক বিভাগে অস্কারও জিতেছে সিনেমাটি। সিক্যুয়েলের প্রতি গারউইগের যত্নশীল মনোভাব আভাস দিচ্ছে ‘বার্বি টু’ ও প্রথম পর্বের সাফল্য বজায় রাখবে।

আরটিভি/এইচএসকে/এআর

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পুত্রসন্তানের মা হলেন ‘বার্বি’ তারকা