‘গব্বর সিং’ খ্যাত বিজয় খারে আর নেই
‘গব্বর সিং’ খ্যাত ভোজপুর সিনেমার প্রবীণ অভিনেতা বিজয় খারে আর নেই।
রোববার (১৫ ডিসেম্বর) ভোর ৪টার দিকে ব্যাঙ্গালুরুর কাবেরি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। বেশ কিছুদিন ধরে বিভিন্ন শারীরিক অসুস্থতার কারণে হাসপাতালে ভর্তি ছিলেন তিনি।
জানা গেছে, কিছুদিন আগেও অভিনেতার শারীরিক অবস্থা স্থিতিশীল ছিল। হঠাৎ করে আবারও তার স্বাস্থ্যের অবনতি ঘটে।
ভোজপুরি সিনেমায় ‘গব্বর সিং’ চরিত্রে অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা পান বিজয় খারে। দুই শতাধিক সিনেমায় অভিনয় করেছেন এ অভিনেতা। সিনেমা অঙ্গনে ও দর্শকদের কাছে অত্যন্ত সম্মানিত ব্যক্তিত্ব ছিলেন তিনি।
মুম্বাইয়ে অভিনয় প্রশিক্ষণের জন্য ‘বিজয় খারে অ্যাকাডেমি’ নামের একটি প্রতিষ্ঠানও পরিচালনা করেতেন এ অভিনেতা। তিনি ‘রায়জাদা’, ‘গঙ্গা কিনারে মোরা গাঁও’ এবং ‘হামরা সে বিয়াহ কারবা’র মতো অনেক তুমুল জনপ্রিয় সিনেমা উপহার দিয়েছেন। তার হাত ধরে রবি কিষাণ, নিরহুয়া এবং মনোজ তিওয়ারিসহ বেশ কয়েকজন ভোজপুরি তারকা তৈরি হয়েছে।
ভোজপুরি সিনেমায় অবদানের জন্য ২০১৯ সালে আজীবন সম্মাননায় ভূষিত হন বিজয় খারে।
আরটিভি /এএ
মন্তব্য করুন