• ঢাকা বুধবার, ২২ জানুয়ারি ২০২৫, ৮ মাঘ ১৪৩১
logo

ওস্তাদ জাকির হোসেনের মৃত্যুতে শোকে স্তব্ধ তারকাঙ্গন

বিনোদন ডেস্ক, আরটিভি

  ১৬ ডিসেম্বর ২০২৪, ১২:৫৭

চলে গেলেন উপমহাদেশের অন্যতম তবলা বাদক ওস্তাদ জাকির হুসেন (৭৩)। ভারতের শাস্ত্রীয় সঙ্গীতের অগ্রগণ্য এই মহান শিল্পীর প্রয়াণ সঙ্গীতের একটি যুগের সমাপ্তি ঘটাল, যা শুধু ভারতীয় সঙ্গীত জগতেই নয়, বিশ্বের সব শ্রোতাদের জন্য এক অপূরণীয় শূন্যতা সৃষ্টি করেছে।

রোববার (১৫ ডিসেম্বর) বার্তাসংস্থা পিটিআইয়ের বরাত দিয়ে টাইমস অব ইন্ডিয়া জানায়, আমেরিকার সান ফ্রান্সিসকোর এক হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

এদিকে ওস্তাদ জাকির হুসেনের মৃত্যুতে শোকে ছেয়ে গেছে সামাজিকমাধ্যম। ভক্ত-অনুরাগী থেকে শুরু করে তারকাদের শোকবার্তা দেখা যাচ্ছে একের পর এক। জাকির হুসেনের মৃত্যুতে শোক জানিয়ে বলিউড শাহেনশাহ অমিতাভ বচ্চন লিখেছেন, অত্যন্ত দুঃখের দিন।

অভিনেতা ফারহান আখতার লিখেছেন, আমাদের সময়ের অন্যতম সেরা শিল্পী আর নেই। আপনি আপনার সংগীতসৃষ্টি এবং মানবতার মাধ্যমে এই ধরাধামে যে আনন্দ এনেছেন, তার জন্য ধন্যবাদ, জাকির ভাই।

দক্ষিণের সুপারস্টার কমল হাসান লিখেছেন, জাকির ভাই! বড্ড তাড়াতাড়ি চলে গেলেন। তবুও আপনি আমাদের জন্য যে লিগ্যাসি রেখে গেলেন, তার জন্য আমরা চিরকৃতজ্ঞ। ধন্যবাদ।

কিংবদন্তির প্রয়াণে ভগ্নহৃদয়ে শোকপ্রকাশ করেন কারিনা কাপুর খান। স্মৃতির সরণিতে হেঁটে বাবা রণধীর কাপুর এবং জাকির হুসেনের সঙ্গে তার ছবি পোস্ট করেছেন। শোকপ্রকাশ করেছেন মালাইকা অরোরাও। তিনি লেখেন, জাকির সাহেবের চলে যাওয়া ভারত তথা গোটা বিশ্বের সঙ্গীতজগতের জন্য অপূরণীয় ক্ষতি।

শোকবার্তা প্রকাশ করেছেন রীতেশ দেশমুখ। ওস্তাদের উদ্দেশে অভিনেতা লিখেন, স্যার, আপনার সঙ্গীত আমাদের জন্য মূল্যবান উপহার, যা কিনা আগামী প্রজন্মকেও অনুপ্রাণিত করবে।

জাকির হোসেনের ছবি পোস্ট করে শোক জানিয়েছেন রণবীর সিং। তিনি লিখেন, জাকির হুসেন সাহেবের প্রয়াণের খবরে খুব কষ্ট হচ্ছে। তিনি প্রকৃত অর্থেই আমাদের দেশের সঙ্গীতজগতের মহীরুহ।

আরটিভি/এএ-টি

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জাকির হোসেনকে নিয়ে এ আর রহমানের আবেগঘন পোস্ট
ভুবন বিখ্যাত তবলাবাদক জাকির হুসেন আর নেই
রিসোর্ট ব্যবসায় ওস্তাদ জাহাঙ্গীর আলম
মারা গেছেন কিংবদন্তি সরোদবাদক ওস্তাদ আশীষ খাঁ