• ঢাকা বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০২৪, ৪ পৌষ ১৪৩১
logo

বিয়ে করলেন অভিনেত্রী শশী

বিনোদন ডেস্ক, আরটিভি

  ১৭ ডিসেম্বর ২০২৪, ১০:১৫
ছবি: সংগৃহীত

বিজয় দিবসেই জীবনের নতুন ইনিংস শুরু করলেন অভিনেত্রী শারমীন জোহা শশী। সোমবার (১৬ ডিসেম্বর) পরিবারের সদস্যদের উপস্থিতিতে ঘরোয়া আয়োজনে বিয়ে করেছেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমে সুখবরটি নিজেই জানিয়েছেন শশী।

এ দিন নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে বর খালিদ হোসাইনের সঙ্গে একটি ছবি শেয়ার করে স্ট্যাটাস দিয়েছেন অভিনেত্রী। ক্যাপশনে তিনি লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ, আমরা বিবাহিত। পরিবারের সদস্যদের উপস্থিতিতে ঘরোয়াভাবে এক অনুষ্ঠানে বিয়ের মাধ্যমে জীবনের এই নতুন অধ্যায় শুরু করেছি। আপনাদের ভালবাসা এবং প্রার্থনা আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। আপনারা আমাদের জন্য দোয়া করবে।’

বিয়ের পোস্ট দেওয়ার সঙ্গে সঙ্গে নেটিজেনদের প্রতিক্রিয়ার ঝড় উঠেছে শশীর কমেন্টসবক্সে। ভক্তদরে পাশাপাশি অভিনন্দন জানিয়েছেন অভিনেত্রীর সহকর্মীরাও। অভিনেতা রওনক হাসান লিখেছেন, অভিনন্দন অভিনন্দন আমার প্রিয় দুজন। তোমাদের নতুন জীবন সুন্দর হোক, মনের মতো হোক।

বিয়ে প্রসঙ্গে গণমাধ্যমকে শশী বলেন, প্রায় দেড় বছর আগে তাদের পরিচয় হয়েছে। দীর্ঘদিন ধরে তাদের কথা হতো। চার-পাঁচ মাস আগে বিয়ের সিদ্ধান্ত নেওয়া হয়।

প্রসঙ্গত, পরিচালক কোহিনূর আক্তার সুচন্দা পরিচালিত ‘হাজার বছর ধরে’চলচ্চিত্রে টুনী চরিত্রে অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্র অঙ্গনে পরিচিতি পান শশী। শুধু তাই নয়, এই সিনেমায় অভিনয়ের জন্য শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কারও অর্জন করেন তিনি।


আরটিভি/এইচএসকে

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিশ্বে আরবি প্রতিযোগিতায় দেশের শিশুদের অর্জন গৌরবের: ধর্ম উপদেষ্টা