যে কারণে ‘সর্বজনীন কনসার্ট’-এ পারফর্ম করতে পারেনি আর্টসেল
মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে ‘সর্বজনীন কনসার্ট’-এ হাজির হয়েও পারফর্ম করতে পারেনি জনপ্রিয় ব্যান্ড আর্টসেল। বিষয়টি তাদের ভেরিফায়েড অফিসিয়াল ফেসবুক পেজে জানিয়েছে ব্যান্ডটি।
সামাজিক যোগাযোগমাধ্যমে একটি বিবৃতিতে তারা জানায়, নিরাপত্তাজনিত কারণে কনসার্টটি নির্দিষ্ট সময়ের আগেই বন্ধ করে দেওয়ায় কনসার্টে পারফর্ম করতে পারেনি আর্টসেল।
পাঠকদের জন্য আর্টসেল ব্যান্ডের পোস্টটি হুবহু তুলে ধরা হলো—
‘কনসার্টে এবং স্টেজে মাত্রাতিরিক্ত লোক হয়ে যাওয়ায়, নিরাপত্তাজনিত কারণে কনসার্টটি নির্দিষ্ট সময়ের আগেই বন্ধ করে দিতে বাধ্য হয়েছে অর্গানাইজাররা।
যার কারণে আজকে আর্টসেল নির্ধারিত সময়ে শো তে উপস্থিত থেকেও শেষ ব্যান্ড হিসেবে পারফর্ম করতে পারেনি। আমরা অত্যন্ত দুঃখিত যে আমাদেরকে না দেখে আপনাদের ফিরে যেতে হয়েছে।
সবশেষে ‘সবার আগে বাংলাদেশ’ কনসার্ট এ সংগীতপ্রেমী বাঁধভাঙা মানুষের ঢল অবশ্যই ইতিবাচক। সবাইকে আমাদের পক্ষ থেকে বিজয় দিবসের শুভেচ্ছা।’
প্রসঙ্গত, ১৯৭১ সালের বাঙালির নয় মাসের রক্তক্ষয়ী মুক্তি সংগ্রামের চূড়ান্ত বিজয় অর্জিত হয় ডিসেম্বরে। সেই থেকে ঐতিহাসিক গৌরবময় দিনটি উদযাপনে প্রতি বছরের মতো এবারও আয়োজন করা হয়েছিল বর্ণাঢ্য অনুষ্ঠানের। তাই বিজয় দিবস উপলক্ষে রাজধানীর বিভিন্ন স্থানে কনসার্টের আয়োজন করা হয়েছিল এ দিন।
আরটিভি/এইচএসকে-টি
মন্তব্য করুন