• ঢাকা সোমবার, ২০ জানুয়ারি ২০২৫, ৬ মাঘ ১৪৩১
logo

মিলার ব্যস্ততা

বিনোদন ডেস্ক, আরটিভি

  ১৭ ডিসেম্বর ২০২৪, ১২:৫৬
মিলা ইসলাম

শোবিজের জনপ্রিয় গায়িকা মিলা ইসলাম। তার কণ্ঠের একাধিক ব্যাপক জনপ্রিয় শ্রোতা-দর্শকমহলে। বিশেষ করে ‘রূপবানে নাচে কোমর দুলাইয়া’— গানটি এখনও সবার মুখে মুখে শোনা যায়। মাঝে অনেকদিন স্টেজ শোতে খুব একটা দেখা যায়নি তাকে। তবে বর্তমানে স্টেজ শো নিয়ে দেশ-বিদেশে ব্যস্ততা বেড়েছে মিলার।

গেল ১৪ ডিসেম্বর প্রবাসীদের আমন্ত্রণে অস্ট্রেলিয়ায় একটি কনসার্টে মঞ্চ মাতান তিনি। পরদিনই দেশে ফিরে অংশ নেন ‘বিজয় দিবস’র ওপেন কনসার্টে। শুধু তিনিই নন, মানিক মিয়া এভিনিউতে বিএনপির উদ্যোগে আয়োজিত এ কনসার্টে জেমসসহ পারফর্ম করেন জনপ্রিয় সব সংগীতশিল্পীরা।

এ প্রসঙ্গে গণমাধ্যমকে মিলা বলেন, এখন স্টেজ শোর মৌসুম। শ্রোতাদের সামনে গান গাওয়ার আনন্দই আলাদা। চলতি ডিসেম্বরে স্টেজ শো নিয়ে খুব ব্যস্ততা যাচ্ছে। দেশ-বিদেশের নানা আয়োজনে অংশ নিচ্ছি।

গায়িকা আরও বলেন, স্টেজ শোতে মনোযোগী হয়েছি বলে নতুন গান প্রকাশ করছি না, তা কিন্তু নয়। শোর পাশাপাশি নতুন গানও করছি। দ্রুতই নতুন গানগুলো প্রকাশ করার ইচ্ছা রয়েছে।

প্রসঙ্গত, মিলার জনপ্রিয় কিছু গানের মধ্যে ‘বাবুরাম সাপুড়ে’, ‘যাত্রাবালা’, ‘শুকনো পাতার নূপুর’, ‘নিশা লাগিল রে’, ‘তুমি কি সাড়া দিবে?’সহ আরও উল্লেখযোগ্য গান রয়েছে।


আরটিভি/এইচএসকে

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বিনোদন এর পাঠক প্রিয়