• ঢাকা বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০২৪, ৪ পৌষ ১৪৩১
logo

কাঞ্চনের দ্বিতীয় পক্ষের ছেলেকে নিয়ে যা বললেন শ্রীময়ী

বিনোদন ডেস্ক, আরটিভি

  ১৯ ডিসেম্বর ২০২৪, ১২:০৫
ছবি: সংগৃহীত

অভিনেত্রী শ্রীময়ীর সঙ্গে তৃতীয়বারের মতো সংসার পেতেছেন অভিনেতা কাঞ্চন। শুধু তাই নয়, ইতোমধ্যে কন্যাসন্তানের বাবা-মাও হয়েছেন তারা। তবে অভিনেতার দ্বিতীয় সংসারেও ওশ নামের একটি ছেলে সন্তান রয়েছে, যার মা অভিনেত্রী পিংকি বন্দ্যোপাধ্যায়। এবার কাঞ্চনের দ্বিতীয় পক্ষের ছেলেকে নিয়ে মুখ খুলেছেন শ্রীময়ী।

বর্তমানে বৃদ্ধাশ্রমে বাবা-মায়ের সংখ্যা যেন দিন দিন বেড়েউ চলেছে। প্রচুর সম্পদ থাকরেও সন্তানের কাছে বোঝা তারা ওঠেন। তারা শুধু সন্তানের কাছ থেকে মানসিকভাবে সমর্থনটাই চায়। কিন্তু পায় না। রাজ চক্রবর্তীর সিনেমা ‘সন্তান’ মূলত সেই দিক তুলে ধরেছে পর্দায়। এই সিনেমা নিয়ে কথা বলতে গিয়েই কাঞ্চনের ছেলেকে নিয়ে কথা বলেন শ্রীময়ী।

অভিনেত্রী বলেন, সিনেমাটি দেখতে দেখতে শিউরে উঠেছি। একটাই কথা মনে হচ্ছিল, আমিও সদ্য মা হয়েছি। আমারও সন্তানের প্রতি কিছু আশা বা চাওয়া থাকবে। খুব ভুল হবে সেটা? অনেকেই হয়তো বলবেন, আমার শ্বশুর-শাশুড়ি নেই। তাই এত কথা বলছি। বিশ্বাস করুন, কাঞ্চনের মা-বাবা থাকলে আমার মা-বাবার মতোই সমান গুরুত্ব পেতেন। কখনও ছেলেকে তাদের থেকে আলাদা করার চেষ্টাও করতাম না।

অভিনেত্রী বলেন, অনেকেই হয়তো বলবেন, আমার শ্বশুর-শাশুড়ি নেই। তাই এত কথা বলছি। বিশ্বাস করুন, কাঞ্চনের মা-বাবা থাকলে আমার মা-বাবার মতোই সমান গুরুত্ব পেতেন। কখনও ছেলেকে তাদের থেকে আলাদা করার চেষ্টাও করতাম না।

তিনি আরও বলেন, মা-বাবার চোখের জল সন্তানের জন্য অমঙ্গলজনক। সেই জায়গা থেকে বলব, একসঙ্গে থাকলে ঘটিবাটিতে ঠোকাঠুকি লাগবেই। মানিয়ে নিতে হয়। মেয়ের মায়েদের অবশ্য একদিকে সুবিধা। তারা শাসনটুকুই করেন। সোহাগ করেন বাবারা। এটাও আমার জীবন দিয়ে বুঝতে পারছি। কাঞ্চন মেয়ে বলতে অজ্ঞান!

শ্রীময়ী বলেন, কাঞ্চন ছেলেকে প্রচণ্ড ভালোবাসে। প্রতি পদক্ষেপে মিস করে। জানি না, ওশ বড় হয়ে কাঞ্চনের এই অনুভূতি বুঝবে কি না। তবে আমার দিক থেকে বলছি, আমাদের বাড়িতে ওশের অবারিত দ্বার। ওশ কোনওদিন যদি কাঞ্চনের কাছে এসে দাঁড়ায়, থাকতে চায় আমাদের কাছে, ‘তৃতীয় ব্যক্তি’ হয়ে বাধা দেব না। ওই পাপ ভুলেও করব না।

কাঞ্চনপত্নী বলেন, আমারও সন্তান আছে। সেও কিন্তু এই ব্যবহার আমাকে ফেরত দেবে। জানেনই তো, শিশুরা কাদার তাল। শিব গড়তে গিয়ে বাঁদর গড়ে ফেললে, নিজেকেই তার মাশুল গুনতে হবে।

ভালোবেসে প্রথম অভিনেত্রী অনিন্দিতা দাসের সঙ্গে সংসার শুরু করেছিলেন অভিনেতা কাঞ্চন মল্লিক। ২০১০ সালে ভেঙে যায় এ সংসার। তাদের সাড়ে সাত বছরের সংসার ছিল। এরপর পিংকি বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন কাঞ্চন। গত ১০ জানুয়ারি ৯ বছরের দাম্পত্য জীবনের ইতি টানেন তারা।

দ্বিতীয় সংসার ভাঙার এক মাসের মাথায় অভিনেত্রী শ্রীময়ী চট্টরাজকে বিয়ে করেন ৫৩ বছর বয়সী কাঞ্চন। গত ১৪ ফেব্রুয়ারি ২৭ বছর বয়সী এই অভিনেত্রীকে রেজিস্ট্রি বিয়ে করেন তিনি। এরপর সামাজিক রীতি মেনে ২৬ বছরের ছোট শ্রীময়ীকে ঘরে তোলেন কাঞ্চন।

মূলত, পিংকির সঙ্গে সংসার চলাকালীন কাঞ্চনের জীবনে শ্রীময়ীর আগমন ঘটে। পরকীয়ার অভিযোগ, অসম বয়স নিয়ে দারুণভাবে সমালোচনার মুখে পড়েছিলেন কাঞ্চন-শ্রীময়ী। বিয়ের পর এ সমালোচনার আগুন আরও ছড়িয়ে পড়ে।


আরটিভি/এইচএসকে

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
দেশে দুর্নীতি রোধে ঐক্যের প্রয়োজন: ইলিয়াস কাঞ্চন
‘শিক্ষার্থীদের কড়া শাসন না করা হলে এরা থামবে না’
নির্বাচনে ‘না’ ভোটসহ ইলিয়াস কাঞ্চনের তিন প্রস্তাব
এখনই সন্তান নিতে চাননি কাঞ্চন, শোনেননি শ্রীময়ী