• ঢাকা রোববার, ১৯ জানুয়ারি ২০২৫, ৫ মাঘ ১৪৩১
logo

বাংলাদেশের চলচ্চিত্রাঙ্গনে ভালো নির্মাতা দরকার: সিয়াম

বিনোদন ডেস্ক, আরটিভি

  ১৯ ডিসেম্বর ২০২৪, ১৫:০৬
সিয়াম আহমেদ

ঢালিউডের জনপ্রিয় নায়ক সিয়াম আহমেদ। বিজ্ঞাপন থেকে নাটক কিংবা সিনেমা সব জায়গাতেই সমানভাবে দাপিয়ে বেড়ান তিনি। বর্তমানে চলচ্চিত্রেই বেশি সময় দিচ্ছেন তিনি। নাটকে তাকে দেখা যায় না বললেই চলে। এবার সিনেমা জগতে ভালো নির্মাতা দরকার বলে জানালেন অভিনেতা।

বুধবার (১৮ ডিসেম্বর) দুপুরে রাজধানীর একটি হোটেলে আয়োজিত শাকিব খানের ‘বরবাদ’ সিনেমার মোশন পোস্টার উন্মোচন অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। এ দিন অনুষ্ঠানে শাকিবসহ আরও উপস্থিত ছিলেন বিদ্যা সিনহা মিম, পূজা চেরি, শবনম ফারিয়া, দিঘি।

সিয়াম বলেন, বাংলাদেশের সিনেমা জগতে ভালো পরিচালক দরকার যারা সিনেমা নিয়ে ভাবেন যারা সিনেমাকে ওন করেন। যেভাবে শাকিব ভাই তার সিনেমাগুলোকে ওন করেন।

তা ছাড়া আমি যে ইন্ডাস্ট্রিতে কাজ করি, আমাদের সবার অভিভাবক শাকিব ভাইয়া। আমাদের কোনো না কোনোভাবে কথা বলার সময় শাকিব ভাইয়াকে জড়িয়ে ফেলি।

অভিনেতা আরও বলেন, এই ঈদে আমরা ভালো কিছু ছবি দেখবে পাবো। যখন হাইপ তৈরি করা ছবিগুলো আসে। পাশাপাশি শাকিব ভাইয়ার ছবির সঙ্গে অন্যদেরও ছবি আসে এটা আমাদের জন্য খুব ভালো একটা বিষয়।

সিয়ামের ভাষ্য, দর্শকরা সিনেমা দেখার জন্য উৎসাহী হয়। বড়ভাইকে (শাকিব) একটু আলাদাভাবে শুভকামনা জানাতে হবে এটা প্রাপ্য, এটা আমাদের ভালোবাসা। আপনাদের দোয়া ও ভালোবাসায় আগামী ঈদুল ফিতরে মেগা ব্লকবাস্টার আসছে।

প্রসঙ্গত, ‘বরবাদ’ সিনেমায় শাকিব ছাড়া আরও অভিনয় করেছেন ইধিকা পাল, যিশু সেনগুপ্ত, মানব সচদেব, মিশা সওদাগরসহ অনেকেই। এ ছাড়া, বরবাদ সিনেমার একটি আইটেম গানে পারফর্ম করছেন কলকাতার নায়িকা নুসরাত জাহান।

আরটিভি/এইচএসকে

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
প্রকাশ্যে এলো শাকিবের ‘বরবাদ’ সিনেমার ফার্স্টলুক
ফের শাকিবের সিনেমায় নুসরাত
সেইলরে একসঙ্গে সিয়াম-মিম
সিনেমা হল ভাঙচুরের ঘটনায় যা বললেন সিয়াম