• ঢাকা বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০২৪, ৪ পৌষ ১৪৩১
logo

যে কারণে অস্কার থেকে বাদ পড়ল ভারতের ‘লাপাতা লেডিস’

বিনোদন ডেস্ক, আরটিভি

  ১৯ ডিসেম্বর ২০২৪, ১৭:৪৯
সংগৃহীত
ছবি: সংগৃহীত

বলিউডের অন্যতম আলোচিত সিনেমা ‘লাপাতা লেডিস’। সিনেমাটি দিয়ে অস্কার জয়ের স্বপ্ন দেখেছিলেন ভারতীয় সিনেমাপ্রেমীরা। তবে সেই স্বপ্ন আর আলোর মুখ দেখল না।

ইন্ডিয়ান এক্সপ্রেস থেকে জানা যায়, মঙ্গলবার (১৭ ডিসেম্বর) পরের রাউন্ডের জন্য ১৫টি সিনেমার নাম ঘোষণা করা হয়। যেই তালিকায় নাম নেই কিরণ রাও ও আমির খানের এই সিনেমাটি।

গত বছর সিনেমা হলে মুক্তি পায় কিরণ রাও পরিচালিত ‘লাপাত্তা লেডিজ’। স্পর্শ শ্রীবাস্তব, নীতাংশি গোয়েল ও প্রতিভা রান্টা অভিনীত এই সিনেমার অন্যতম প্রযোজক আমির খান। প্রায় পাঁচ কোটি টাকা বাজেটে তৈরি সিনেমার আয় ২৫ কোটি টাকার একটু বেশি। তবে সমালোচকমহলে তা সমাদৃত এবং পরবর্তীতে নেটফ্লিক্সে মুক্তির পর নতুন করে আলোচনা শুরু হয়। তবে অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসে জায়গা করে নিতে পারল না।

গ্রামের বধূর সাধারণ গল্প অসাধারণ হয়ে ওঠে দর্শকদের কাছে। সবার সাবলীল অভিনয় আর গল্প মুগ্ধ করেছে দর্শককে। বিশেষ করে তরুণ দর্শকরা সিনেমাটি দারুণভাবে গ্রহণ করেছিল। যদিও সিনেমাটি অস্কারে পাঠানো নিয়ে নানান আলোচনা-সমালোচনা শুরু হয়েছিল। কারণ, ভারত থেকে যখন লাপাত্তা লেডিজকে অস্কারে পাঠানো হয়, তখন অনেকেই তা নিয়ে প্রশ্ন তুলেছিলেন।

তাদের বক্তব্য ছিল, আমির-কিরণের ছবির বদলে পায়েল কাপাডিয়ার কানজয়ী সিনেমা ‘অল উই ইমাজিন অ্যাজ লাইট’কে আন্তর্জাতিক মঞ্চের লড়াইয়ের জন্য পাঠানো উচিত ছিল।

আরটিভি/এএ/এআর

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
অস্কারের দৌড় থেকে ছিটকে গেলেন ইমন
অস্কারের সংক্ষিপ্ত তালিকা ঘোষণা
প্রথমবারের মতো অস্কারে বাংলা গান
যে কারণে অস্কার নিয়ে আক্ষেপ এ আর রহমানের