• ঢাকা শুক্রবার, ২০ ডিসেম্বর ২০২৪, ৫ পৌষ ১৪৩১
logo

কেউ সৎ থাকলে তাকে কেউ দমিয়ে রাখতে পারবে না: তিশা

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

  ১৯ ডিসেম্বর ২০২৪, ১৯:২৪
সংগৃহীত
ছবি: সংগৃহীত

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা। ক্যারিয়ারে অসংখ্য হিট নাটক উপহার দিয়েছেন তিনি। পাশাপাশি ওটিটি প্ল্যাটফর্মেও কাজ করেছেন তিনি। আর ভালো কাজের স্বীকৃতি হিসেবে পেয়ে যাচ্ছে সম্মননা।

এদিকে সম্প্রতি এক অনুষ্ঠানে এ অভিনেত্রী বলেন, আমি ভালো ভালো অনেক কাজ করছি যেটা অনেক মেয়ের স্বপ্ন। আমি একটা কথা বিশ্বাস করি কেউ যদি সৎ থাকে তাহলে তাকে কেউ দমিয়ে রাখতে পারবে না। আল্লাহ আমাকে অনেক ভালোবাসেন এজন্য কোনো সমস্যার সম্মুখীন হলে আমার সততা দিয়ে পরবর্তী পথ খুঁজে নিতে পারি। এটা আমার কাছে বড় প্রাপ্তি।

তিনি আরও বলেন, জীবনে উত্থান-পতনের মধ্যে ভালো জিনিসটা গ্রহণ করে সামনের দিকে এগিয়ে যেতে পারি। এটাকে আমার একটা খুব ভালো ‍দিক বা গুণ বলতে পারি, যেটা হয়তো অনেক আর্টিস্ট পারেনা।

এদিকে এবার সিনেমায় নাম লিখাচ্ছেন তিশা। তাকে নিয়ে নির্মিতব্য প্রথম সিনেমাটির নাম ‘ঘুমপরী’। তার এই সিনেমায় তার সঙ্গে জুটি বাঁধছেন সঙ্গীতশিল্পী প্রীতম হাসান।

আরটিভি /এএ

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বিনোদন এর পাঠক প্রিয়