১৪ বছর পর জুটি বাঁধছেন অক্ষয়-টাবু

বিনোদন ডেস্ক, আরটিভি

শুক্রবার, ২০ ডিসেম্বর ২০২৪ , ০১:৪০ পিএম


১৪ বছর পর জুটি বাঁধছেন অক্ষয়-টাবু
ছবি: সংগৃহীত

বলিউডের জনপ্রিয় দুই তারকা অক্ষয় কুমার ও টাবু। সর্বশেষ ২০০০ সালে ‘হেরা ফেরি’ সিনেমায় একসঙ্গে দেখা গিয়েছিল তাদেরকে। এরপর কেটে গেছে ১৪ বছর। দীর্ঘ বিরতির পর আবারও সিনেমায় জুটি বাঁধছেন অক্ষয়-টাবু।    

বিজ্ঞাপন

সবকিছু ঠিকঠাক থাকলে প্রিয়দর্শনের পরিচালনায় ‘ভূত বাংলো’ সিনেমায় দেখা যাবে এই জুটিকে। সিনেমায় মুখ্য ভূমিকায় রয়েছেন অক্ষয়। সিনেমাটি নির্মাণের ঘোষণার পর থেকেই দেখতে মুখিয়ে রয়েছেন দর্শকেরা।

‘ভূত বাংলো’ সিনেমার পোস্টার মুক্তি পর তাতে দেখা যায়, অদ্ভুতুড়ে নীলচে রঙের আবহ। গা ছমছমে অবস্থা। আধাঁর কাটছে অক্ষয়ের হাতে ধরা এক ছোট্ট লণ্ঠনের আলোয়। এক প্রাসাদের গেটের ওপর বসে আছেন অভিনেতা।

বিজ্ঞাপন

অক্ষয়ের পরনে সাদা শার্ট, একরঙা ধুতির সঙ্গে হাফ জ্যাকেট। গলায় বাঁধা লাল রুমাল। লণ্ঠনের আলোয় চোখ কুঁচকে কিছু যেন দেখার চেষ্টা করছেন তিনি। পোস্টারে সবার নজর কেড়েছে অক্ষয়ের পেছনে থাকা এক বিশাল পুরোনো আমলের প্রাসাদ। নতুন ছবির খবর প্রকাশ্যে আসা মাত্রই ছড়িয়ে পড়ে নেটদুনিয়ায়। তুমুল হইচই পড়ে যায় নেটিজেনদের মাঝে।

২০২৫ সালের এপ্রিলে শেষ হবে ‘ভূত বাংলো’ সিনেমার শুটিং। আর এটি মুক্তি পাবে ২০২৬ সালে। 

আরটিভি/এইচএসকে/এস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission