• ঢাকা বুধবার, ২২ জানুয়ারি ২০২৫, ৮ মাঘ ১৪৩১
logo

অপূর্বকে নিয়ে ভারতের মিথ্যাচার, মুখ মুখলেন অভিনেতা

বিনোদন ডেস্ক, আরটিভি

  ২০ ডিসেম্বর ২০২৪, ২২:০৪
সংগৃহী
ছবি: সংগৃহীত

ভারতের গণমাধ্যমে সপ্তাহখানেক আগে খবর রটে গৃহবন্দী করা হয়েছে অভিনেতা চঞ্চল চৌধুরীকে। হিন্দুস্তান টাইমস, সংবাদ প্রতিদিন, নিউজ১৮সহ আরও কয়েকটি পত্রিকার অনলাইন বাংলা সংস্করণে এমন সংবাদ প্রকাশ করা হয়। মুহূর্তেই খবরটি নেট দুনিয়ায় ছড়িয়ে যায়। বিষয়টি নজর এড়ায়নি চঞ্চলের। তিনি ভারতীয় সংবাদ মাধ্যমের দাবি উড়িয়ে দেন। জানান, খবরটি ভিত্তিহীন। এমন খবরের কোনো ভিত্তি নেই। আমার সঙ্গে কেউ যোগাযোগ করে সংবাদ প্রকাশ করেনি।

ঠিক এক সপ্তাহ পর আবার কলকাতার সংবাদ মাধ্যমে এবার ছোট পর্দার বড় তারকা জিয়াউল হক অপূর্বর ক্ষেত্রে একই ঘটনার পুনরাবৃত্তি। বড়দিন সামনে রেখে ভারতে শুক্রবার (২০ ডিসেম্বর) মুক্তি পেয়েছে তার কলকাতায় অভিনীত প্রথম সিনেমা ‘চালচিত্র’। এটি পরিচালনা করেছেন প্রতিম ডি গুপ্ত। কথা ছিল এদিন কলকাতায় গিয়ে সিনেমার প্রিমিয়ারে উপস্থিত থাকবেন অপূর্ব। কিন্তু ভিসা পেয়েও নাকি ভারতে যেতে পারছেন না অভিনেতা!

সূত্রের বরাতে আনন্দবাজার লিখেন, প্রায়শই নাকি হুমকি মিলছে ঢাকার তারকাদের। সেই কারণে সব ঠিকঠাক থাকা সত্ত্বেও নিজের প্রথম সিনেমার প্রিমিয়ারে থাকতে পারলেন না অপূর্ব।

তবে খবরটি ভিত্তিহীন জানিয়ে অভিনেতা অপূর্ব বলেন, এই খবরের সত্যতা নেই। আমি শুটিং করছি। আগে থেকে শুটিং সিডিউল থাকায় ইচ্ছে থাকা সত্ত্বেও সিনেমাটির প্রিমিয়ারে অংশ নিতে পারিনি। এই মুহূর্তে শুটিং সেট থেকে কথা বলছি। এই প্রসঙ্গে তারা আমার সঙ্গে যোগাযোগ করেনি। তাদের নিউজেও আমার বক্তব্য নেই। তবে তাদের খবরে যে হুমকির কথা বলা হচ্ছে তা সম্পূর্ণ বানোয়াট।

আরটিভি/এএ/এআর

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বিনোদন এর পাঠক প্রিয়