• ঢাকা বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১
logo

‘পুষ্পা ২’ দেখতে এসে পুলিশের হাতে ধরা পড়ল গ্যাংস্টার

বিনোদন ডেস্ক, আরটিভি

  ২২ ডিসেম্বর ২০২৪, ১৫:৩৩
সংগৃহীত
ছবি: সংগৃহীত

বহু প্রতীক্ষার পর চলতি মাসের ৫ ডিসেম্বর মুক্তি পেয়েছে আল্লু অর্জুনের ‘পুষ্পা টু: দ্য রুল’। মুক্তির পর ছবিটি একের পর এক রেকর্ড গড়েই যাচ্ছে।

সিনেমা মুক্তির দিনে দেখতে গিয়ে এক নারী পদপিষ্ট হয়ে মারা যান। আহত হয়েছে তার ছেলে। অন্যদিকে ফুলের বদলে এক প্রেমিকা প্রেমিকের কাছে ছবিটি দেখার আবদার করে। কিন্তু বেরসিক প্রেমিক রাজি না হওয়ায় বিপত্তি ঘটে। আত্মহত্যার চেষ্টা করে অভিমানী প্রেমিকা।

এবার ঘটল আরও এক বিষ্ময়কর ঘটনা! সিনেমাটি দেখতে এসে পুলিশের জালে ধরা পড়লেন এক কুখ্যাত গ্যাংস্টার। দীর্ঘ ১০ মাস লুকিয়ে থাকার পর প্রেক্ষাগৃহে এসে বন্দি হলেন সেই গ্যাংস্টার। খুনের মামলাসহ ২৭ মামলার আসামি সেই গ্যাংস্টার।

সম্প্রতি ( নাগপুরের এক মাল্টিপ্লক্সে ‘পুষ্পা ২’-এর মধ্যরাতের শোতে ঘটে এই ঘটনা। প্রায় ১০ মাস পুলিশের চোখে ধুলা দিয়ে গা ঢাকা দেওয়া গ্যাংস্টার অবশেষ ধরা পরে। তাও আবার ‘পুষ্পা ২’ দেখতে এসে! সিনেমাটি চলাকালীন পুলিশের সঙ্গে রীতিমতো লড়াই বাঁধে সেই গ্যাংস্টারের।

সিনেমাহলে থাকা বহু দর্শক তখন আতঙ্কিত। কারণ সামনে যা ঘটছে তা সিনেমার থেকে কোনও অংশে কম নয়। তবে শেষ পর্যন্ত পুলিশের হাতে ধরা পড়ে সেই গ্যাংস্টার। অভিযুক্ত গ্যাংস্টারের বিরুদ্ধে দুটি খুনসহ ২৭টি অপরাধের অভিযোগ রয়েছে। তবে এখানেই শেষ নয় আগেও বহুবার পুলিশ তাকে ধরার চেষ্টা করছে, কিন্তু সে পুলিশকেও বহুবার আক্রমণ করেছে।

সবচেয়ে চাঞ্চল্যকর তথ্য হল পুলিশের চোখে ধুলা দেওয়ার জন্য অভিযুক্ত আল্লুর স্টাইলই ফলো করত। আর তাই এবার তার চালেই তাকে কাবু করে পুলিশ, তাকে ধরতে ফাঁদ হিসেবে বেছে নিল ‘পুষ্পা ২’ চলতে থাকা সিনেমা হল।

জানা যায়, পুলিশ সেই আসামির গাড়ির রেজিস্ট্রেশন নম্বর জোগার করে। তারপর আসল ঘটনা ঘটে সিনেমা হলে। পুলিশ প্রথমে তার গাড়ির টায়ার পাঞ্চার করে দেয়। তারপর পুলিশ হলের বিভিন্ন জায়গায় লুকিয়ে পড়ে হলটা ঘিরে নেয়। তারপর সুযোগ বুঝে ঠিক ক্লাইম্যাক্সের সময় ধরে ফেলে অভিযুক্তকে।

এদিকে, মুক্তির ১৪ দিনের মধ্যে বিশ্বব্যাপী ১৫০০ কোটির বেশি আয় করে ফেলেছে আল্লু আর্জুনের এই অ্যাকশন ধামাকা।

আরটিভি/ এএ

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
‘পুষ্পা ২’ নিয়ে সুখবর
তোপের মুখে আল্লু, নিহত সেই ভক্তের পরিবারকে দিলেন ২ কোটি
বক্সঅফিস কাঁপানো ভারতীয় ৫ সিনেমা
ফেঁসে যাচ্ছেন আল্লু অর্জুন, পুলিশের চাঞ্চল্যকর তথ্য ফাঁস