• ঢাকা বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১
logo

সরকারি ভাতা নিতেন সানি লিওন, ফাঁস হলো আসল রহস্য

বিনোদন ডেস্ক, আরটিভি

  ২৩ ডিসেম্বর ২০২৪, ১৯:০১
সংগৃহীত
ছবি: সংগৃহীত

বলিউড অভিনেত্রী সানি লিওনকে নিয়ে বিতর্কের শেষ নেই। পর্নদুনিয়া থেকে সরে এসে নাম লিখেয়েছেন অভিনয়ে। ইতোমধ্যে কয়েকটি সিনেমায় অভিনয় করে দর্শকদের নজরও কেড়েছেন তিনি।

সম্প্রতি তাকে নিয়ে শুরু হয়ে নতুন সমালোচনা। ভারতের ছত্তিশগড় রাজ্যে এক প্রতারণার খবর সামনে এলো। ঐ রাজ্যে ভারত সরকার বিবাহিত নারীদের মাসিক ভাতা দেয়। ছত্তিশগড় রাজ্যে মাতারি যোজনা প্রকল্প নামে চলছে। ঐ রাজ্যের বস্তার অঞ্চলের তালুর গ্রামে বলিউড অভিনেত্রী সানি লিওনের নামে অ্যাকাউন্ট খুলে এক ব্যক্তি প্রতি মাসে ১ হাজার রুপি নিচ্ছিলেন।

বিজেপি সরকারের ‘মাতারি বন্দনা যোজনা’ প্রকল্পের আওতায় ছত্তিশগড়ের বিবাহিত নারীরা প্রতি মাসে তাদের অ্যাকাউন্টে ১ হাজার রুপি ভাতা পান। এখন জানা গেছে, যেসব অ্যাকাউন্টে এই অর্থ জমা হচ্ছিল, তার একটি ছিল সানি লিওনের নামে। কিন্তু সানি লিওনি বাস্তবিক অর্থে সরকারের কাছ কোনো অর্থই নেননি।

অর্থ আত্মসাৎ করা ব্যক্তির নাম বীরেন্দ্র জোশি। স্থানীয় কর্তৃপক্ষ জোশির বিরুদ্ধে মামলা করা হয়েছে সেই সঙ্গে নেয়া হচ্ছে আরও কিছু পদক্ষেপ। এই ঘটনা সামনে আসার পর প্রকল্পের যোগ্য উপকারভোগীদের যাচাই করার দায়িত্বে থাকা কর্মকর্তাদেরও শনাক্ত করা হচ্ছে। জেলা কালেক্টর এস হরিশ স্থানীয় নারী ও শিশু উন্নয়ন বিভাগকে এই বিষয়ে গভীর তদন্ত চালাতে এবং ব্যাংক অ্যাকাউন্টটি বাজেয়াপ্ত করে টাকা পুনরুদ্ধারের নির্দেশ দিয়েছেন। কর্মকর্তারা জানিয়েছেন, গণমাধ্যমে খবর প্রকাশের পর তারা এই প্রতারণার বিষয়টি নিয়ে ত ভাবছেন।

অন্যদিকে, এই ঘটনা রাজ্যের ক্ষমতাসীন বিজেপি সরকার এবং বিরোধী দল কংগ্রেসের মধ্যে তীব্র বাদানুবাদ সৃষ্টি করেছে। রাজ্যের কংগ্রেস প্রধান দীপক বাজি অভিযোগ করেছেন, মাতারি বন্দনা যোজনার ৫০ শতাংশেরও বেশি উপকারভোগী ভুয়া। উপমুখ্যমন্ত্রী অরুণ সাও এর প্রতিক্রিয়ায় বলেছেন, কংগ্রেস ব্যথিত। কারণ, রাজ্যের নারীরা এখন প্রতি মাসে সেই সাহায্য পাচ্ছেন, যা কংগ্রেস তাদের আগের মেয়াদে দিতে পারেনি।

আরটিভি /এএ

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
যে কারণে সানি লিওনের শো বাতিল করল পুলিশ
ফের বিয়ে করলেন সানি লিওন
আমি তো সানি লিওন না: শিরিন শিলা
দুই কলেজের মেধাতালিকায় সানি লিওন