• ঢাকা বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ১০ পৌষ ১৪৩১
logo

আরটিভিতে আজ (২৪ ডিসেম্বর) যা দেখবেন

আরটিভি নিউ

  ২৪ ডিসেম্বর ২০২৪, ১২:২৫
আরটিভি
ছবি: আরটিভি

মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১। একনজরে জেনে নিন আরটিভির আজকের আয়োজন—

দুপুর ২টা ১০মিনিটে: বাংলা ছায়াছবি: আমার প্রাণের প্রিয়া।

অভিনয়ে: শাকিব খান, বিদ্যা সিনহা মীম প্রমুখ।

বিকাল ৫ টা ৩০ মিনিটে: অটিজম বিষয়ক অনুষ্ঠান ‘হাত বাড়িয়ে দিলাম’।

গ্রন্থণা, উপস্থাপনা ও পরিচালনা: সৈয়দা মুনিরা ইসলাম।

সন্ধ্যা ৬ টা .০৫ মিনিটে : চীনা আওয়ার।

সন্ধ্যা ৬টা ৪৫মিনিটে : সন্ধ্যার সংবাদ।

রাত ৮টায় : নির্বাচিত নাটক: ওয়ান হান রিমেইনিং।

অভিনয়ে: তৌসিফ মাহবুব, মুমতাহিনা টয়া প্রমুখ।

রাত ৯ টা ২০ মিনিটে : প্রতি সোম, মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার ধারাবাহিক ‘‘গোলমাল’’ প্রচার করা হবে।

কায়সার আহমেদ ও আল হাজেনের পরিচালনায় অভিনয় করেছেন: আনিসুর রহমান মিলন, শ্যামল মাওলা, রিওনক হাসান, নাদিয়া আহমেদ, সালহা খানম নাদিয়া, প্রাণ রায়, মুনিরা ইউসুফ মেমী, আজিজুল হাকিম প্রমুখ।

রাত ১০ টায়: প্রতি মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার ধারাবাহিক "টিম ওয়েস্ট ইন্ডিজ সিজন ২" প্রচার হবে।

পরিচালক: মাইদুল রাকিব।

অভিনয়ে: মারজুক রাসেল, চাষী আলম, পাভেল, সরয়ার অনিক, রোকাইয়া জাহান চমক, রুমি, হাসান মসুদ, আনন্দ খালেদ প্রমুখ।

রাত ১০ টা ৪৫ মিনিটে : রাতের সংবাদ।

রাত ১১ টা ২০ মিনিটে : লাইভ- গণতন্ত্র সংলাপ।

রাত ১২ টা ১৫ মিনিটে : লাইভ- উন্নয়নে বাংলাদেশ।

রাত ১.০০মিনিটে : মধ্যরাতের সংবাদ।


মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
উপদেষ্টা হওয়ার প্রস্তাব পেলে যা করবেন সাদিয়া আয়মান
বড়দিনে আরটিভির বিশেষ নাটক ‘বউয়ের মন পুলিশ পুলিশ’
আরটিভির প্রতিষ্ঠাবার্ষিকীতে ফারহান-ফারিনের ‘মনের মাঝে তুমি’
আরটিভিতে আজ (২৩ ডিসেম্বর) যা দেখবেন