• ঢাকা শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১
logo

কোনাল-রিজভীর ‘তুমি আমার পাখিরে’

আরটিভি নিউজ

  ২৪ ডিসেম্বর ২০২৪, ১৯:৩৩
সংগৃহীত
ছবি: সংগৃহীত

প্রতিশ্রুতিশীল গায়ক এম এইচ রিজভী গানে ক্যারিয়ার শুরু করলেও পরবর্তীতে তিনি ভিডিও পরচালনায় বেশি মনোযোগী হন। কুমার শানু, নচিকেতা, আসিফ আকবর, সালমান আলী, ইমরান মাহমুদুল সহ বাংলাদেশ এবং ভারতের প্রথম সারির সংগীত শিল্পীদের নিয়ে তিনি কাজ করেছেন। তার পরিচালনায় নির্মিত আসিফ আকবরের গাওয়া ‘বুক জুড়ে ব্যথার পাহাড়’ এবং ইমরানের ‘এই ফাগুনে’ মিউজিক ভিডিও সমালোচকদের প্রশংসা পায়।

২০২৪ সালের শেষপ্রান্তে এসে নতুন গান নিয়ে আসছেন রিজভী। নতুন গানটি রিজভী গেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী নন্দিত কণ্ঠশিল্পী কোনালের সঙ্গে। কোনাল ও রিজভীর গাওয়া নতুন এই গানের টাইটেল ‘তুমি আমার পাখিরে’। সুহেল খানের কথা ও সুরে এই গানের সংগীত পরিচালনা করেছেন ওয়াহেদ শাহিন।

গান গাওয়ার পাশাপাশি মিউজিক ভিডিওটি পরিচালনা করেছেন এম এইচ রিজভী। এতে শিপন মিত্রের সঙ্গে মডেল হয়েছেন ফাইজা। সম্প্রতি মিউজিক ভিডিওটি একটি ইউটিউব চ্যানেলে প্রকাশ হয়েছে।

কণ্ঠশিল্পী এম এইচ রিজভী বলেন, শুরু থেকেই আমি কোনালের গানের একজন ভক্ত অনুরাগী। অনেক দিনের ইচ্ছে তার সাথে গান গাওয়ার। গীতিকার-সুরকার সুহেল খানের মাধ্যমে সেই সুযোগটা চলে আসায় তার প্রতি বিশেষ কৃতজ্ঞতা। এখন সস্তা কথায় গান বেশি হচ্ছে। আমাদের অনেক গানেই শৈল্পিকতা খু্ঁজে পাই না। আশা করি, এই গানটির কথা ও সুরে মানুষ নান্দনিকতার ছোঁয়া পাবেন।

গানটি প্রসঙ্গে কোনাল বলেন, রিজভী আমার ইউনিভার্সিটির ছোট ভাই। ওর দরাজ কণ্ঠ আমার ভীষণ প্রিয়। অনেক দিন থেকেই প্ল্যান হচ্ছিল আমরা এক সঙ্গে গাইবো। এবার হলো। রোমান্টিক কথামালায় সাজানো এই গানটি আশা করি সবার ভালো লাগবে।

আরটিভি/এএ

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সরকার হাসিনা আমলের নথি চাওয়ার পরই সচিবালয়ে আগুন: রিজভী
দ্রুত নির্বাচন না হলে ষড়যন্ত্র বাড়বে: রিজভী
বিএনপির সঙ্গে ছলচাতুরি করে লাভ হবে না: রিজভী
শেখ হাসিনাকে ভারত ছাড়া কোনো দেশই সমর্থন করেনি: রিজভী