• ঢাকা বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১১ পৌষ ১৪৩১
logo

বাবা হওয়ার অনুভূতি পেতে চান সালমান

বিনোদন ডেস্ক, আরটিভি

  ২৫ ডিসেম্বর ২০২৪, ১৬:০৮
সালমান খান

কাজের বাইরে ব্যক্তিগত জীবনে বিয়ের প্রসঙ্গ এলে বরাবরই এড়িয়ে যান বলিউড অভিনেতা সালমান খান। বয়স ৬০ ছুঁই ছুঁই হলেও এখনও সিঙ্গেলই রয়ে গেছেন তিনি। তাকে মোস্ট এলিজেবল ব্যাচেলরও বলা হয় বলিপাড়ায়।

জীবনে একাধিক সম্পর্কে জড়ালেও কারও সঙ্গেই সাত পাকে বাঁধা পড়েননি সালমান। তবুও অভিনেতার ভক্তদের আশা, একদিন ঠিক সংসারী হবেন তিনি। বিয়ে নিয়ে আর কোনো পরিকল্পনাই নেই বলেও একাধিকবার জানিয়েছেন সালমান। তবে অভিনেতার মনের মধ্যে নাকি রয়েছে বাবা হওয়ার বাসনা।

সম্প্রতি এক সাক্ষাৎকারে বিয়ের প্রসঙ্গে উঠলে জবাবে সালমান বলেন, খুব শিগগিরই বিয়ের কোনো পরিকল্পনা নেই। কিন্তু শিশুদের প্রতি রয়েছে অগাধ ভালোবাসা। তাই বাবা হওয়ার অনুভূতি পেতে চান।

অন্যদিকে আরেক সাক্ষাৎকারে ভবিষ্যতে সারোগেসির মাধ্যমে তিনি বাবা হতে চান? অথবা সন্তান দত্তক নিতে চান কি না? জানতে চাইলে সালমান বলেন, না, এখনও এমন কোনো পরিকল্পনা নেই। যখন হওয়ার হবে। আমাদের বাড়িতে শিশুর অভাব নেই। তাছাড়া আমার বোন অর্পিতা নিজেই খুব সুন্দর করে সন্তানকে লালন করছে। বলা যায়, ও আমাদের সকলকেই লালন করছে।

প্রসঙ্গত, সর্বশেষ ‘টাইগার থ্রি’ সিনেমায় দেখা গিয়েছিল সালমানকে। এর পর কিছুটা বিরতি নিয়ে ‘সিকান্দার’র ঘোষণার দেন তিনি। এরপর থেকে সিনেমাপ্রেমীদের মধ্যে তৈরি হয়েছে তুমুল উত্তেজনা। সিনেমাটি নির্মাণ করছেন পরিচালক এ. আর. মুরুগাদোস। প্রযোজনা করছেন সাজিদ নাদিয়াদওয়ালা। ২০২৫ সালের ঈদে মুক্তি পাওয়ার কথা রয়েছে সিনেমাটির।

আরটিভি/এইচএসকে

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ফের সালমানের বিয়ের জল্পনা, নেপথ্যে যে ছবি
একের পর এক হুমকি, মুম্বাই ছাড়লেন সালমান
এবার শুটিং স্পটে ঢুকে সালমানকে হত্যার হুমকি
অবশেষে সেই কৃষ্ণসার হরিণ হত্যা নিয়ে মুখ খুললেন সালমান