যে কারণে ‘ওম শান্তি ওম’র প্রস্তাব ফিরিয়ে দেন বিবেক
বলিউডের অন্যতম হিট সিনেমা শাহরুখ খান অভিনীত ‘ওম শান্তি ওম’। ২০০৭ সালে মক্তির পর বক্সঅফিস মাতিয়েছিল এটি। এই সিনেমা দিয়েই বড়পর্দায় অভিষেক হয় দীপিকা পাড়ুকোনের। সিনেমায় প্রধান খলনায়কের চরিত্রে পর্দা কাঁপিয়েছিলেন অর্জুন রামপাল।
কিন্তু জানেন কি, ‘ওম শান্তি ওম’ সিনেমায় প্রথমে কাজ করার কথা ছিল বিবেক ওবেরয়ের! অর্জুনের অভিনীত সেই খলনায়কের ভূমিকায় নির্মাতা ফারহা খানের প্রথম পছন্দ ছিল বিবেক! সম্প্রতি এক সাক্ষাৎকারে বিষয়টি নিজেই জানিয়েছেন অভিনেতা। তবে কেন 'ওম শান্তি ওম’র প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন?
বিবেক বলেন, আমার কাছে যখন ফারহা খান এই সিনেমার প্রস্তাব নিয়ে এসেছিলেন তখন 'শুটআউট অ্যাট লোখান্ডওয়ালা’র জন্য নিজেকে প্রস্তুত করছিলাম আমি। সেই সিনেমার জন্য ডেটও দেওয়া হয়ে গিয়েছিল।
অভিনেতা আরও বলেন, ফারহা ‘ওম শান্তি ওম’র জন্য যে যে ডেট চাইছিলেন, তা দিলে এই সিনেমায় আর কাজ করতে পারতাম না আমি। কারণ ‘শুটআউট অ্যাট লোখান্ডওয়ালা’ সিনেমার মায়া চরিত্রের জন্য পাঁচ মাসের প্রস্তুতি সেরে ফেলেছিলাম।
বিবেকের ভাষ্য, শাহরুখ ভাই দারুণ একজন মানুষ। তার সঙ্গে ‘সাঁথিয়া’ সিনেমায় কাজ করে দারুণ আনন্দ পেয়েছিলাম। কিন্তু সত্যিই আমার কিছু করার ছিল না। ভীষণ আগ্রহী ছিলাম ‘ওম শান্তি ওম’ সিনেমায় কাজ করতে।
এমনটা যদি হতো যে একসঙ্গে ‘শুটআউট অ্যাট লোখান্ডওয়ালা’ ও ‘ওম শান্তি ওম’-এ কাজ করতে পারতাম, তাহলে তো দুটোতেই কাজ করতাম। কিন্তু তা আর হলো না। কিন্ত মানতেই হবে, অর্জুন ওই চরিত্রে দারুণ অভিনয় করেছিল।
আরটিভি/এইচএসকে
মন্তব্য করুন