• ঢাকা সোমবার, ১৩ জানুয়ারি ২০২৫, ২৯ পৌষ ১৪৩১
logo

‘নায়ক’ ছবিতে খলনায়ক শিমুল খান

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০৮ জানুয়ারি ২০১৮, ১২:২৮
ছবিতে এম এন ইস্পাহানী-শিমুল খান- সাফি উদ্দিন সাফি

বহুল আলোচিত ‘নায়ক’ ছবিতে অভিনয় করবেন বাপ্পী চৌধুরী ও অধরা খান। ছবির বিশেষ একটি চরিত্রে দেখা যাবে প্রিয়দর্শিনী নায়িকা মৌসুমীকে। যুগল পরিচালক ইস্পাহানী আরিফ জাহানের এই ছবিতে এবার যুক্ত হলেন খল অভিনেতা শিমুল খান।

বর্তমানে এফডিসির ৩ নম্বর ফ্লোরে ‘নায়ক’ ছবির শুটিং সেট তৈরির কাজ চলছে। আর সেখানেই রোববার আনুষ্ঠানিকভাবে ‘নায়ক’ চলচ্চিত্রের একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হন শিমুল খান।

এ ব্যাপারে শিমুল খান বলেন, এই ছবিতে আমাকে ভিন্নভাবে দর্শক দেখতে পাবেন। ছবিটির গল্প সম্পূর্ণ মৌলিক যা দর্শকদের শতভাগ বিনোদন উপহার দিবে হলফ করেই বলা যায়।

জানা গেছে, আগামী ১০ জানুয়ারি মহরত হবার পরদিন থেকে এফডিসির ৩ নম্বর ফ্লোরে শুটিং শুরু হতে যাচ্ছে যাদুকাঠি মিডিয়া প্রযোজিত ‘নায়ক’ ছবির।

ইস্পাহানী আরিফ জাহান যুগলের ব্যবসা সফল ছবির মধ্যে রয়েছে বিদ্রোহী বধূ, লাট সাহেবের মেয়ে, সুখের স্বর্গ, তুমি সুন্দর, সন্ত্রাসী মুন্নাসহ আরো বেশ কিছু চলচ্চিত্র।

এর আগে প্রয়াত নায়ক মান্নাকে নিয়ে ‘নায়ক’ ছবি নির্মাণ করেছিলেন এ নির্মাতা। সেখান থেকে অনুপ্রাণিত হয়েই ছবিটি নির্মাণ করেছেন তিনি। তবে এই ছবির প্রেক্ষাপট সম্পূর্ণ ভিন্ন বলে জানালেন তারা।

এম/পিআর

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
চ্যাম্পিয়নস ট্রফিতে বাংলাদেশের অধিনায়ক শান্ত
অধিনায়কত্ব ছাড়লেন শান্ত
ঢাকার প্রথম ম্যাচ রাঙাতে মিরপুরে আসবেন নায়ক ইমনসহ এক ঝাঁক তারকা
সাদা বলে স্থায়ীভাবে কিউইদের অধিনায়ক স্যান্টনার