ঢাকা

কোটি টাকার মিউজিক ভিডিওতে একঝাঁক তারকা

বিনোদন ডেস্ক, আরটিভি

শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪ , ০৫:১৮ পিএম


loading/img
ছবি: সংগৃহীত

শুরু হতে যাচ্ছে দেশের সবচেয়ে জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লীগ। এবার বিপিএলের সঙ্গে যুক্ত হয়েছেন ঢাকাই সিনেমার দর্শকপ্রিয় নায়ক শাকিব খান। ঢাকা ক্যাপিটালসের মালিক তিনি। 

বিজ্ঞাপন

 বিপিএলের সঙ্গে শাকিব খান যুক্ত হওয়ায় এবার উন্মাদনাটা বেশি। মূলত রিমার্ক হারল্যানের পরিচালক হিসেবে রয়েছেন শাকিব খান। তার নেতৃত্বে এই দলের ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবে যুক্ত হয়েছেন ঢাকাই শোবিজের অর্ধডজন তারকা। আগেই ঘোষণা হয়েছিল যে, কোটি টাকা ব্যয়ে তৈরি হচ্ছে দলটির থিম সং। গানটির শুটিংয়ে তারই প্রমাণ মিলল। শুটিংয়ের পরও ঢাকা ক্যাপিটালস কর্তৃপক্ষ জানালেন গানটি নির্মাণে খরচ হয়েছে কোটি টাকারও বেশি।

গানটি লিখেছেন রাসেল মাহমুদ। গানটি তৈরি করেছেন প্রীতম হাসান। ভিডিও নির্দেশনা দিয়েছেন রাকিব আহমেদ। কোরিওগ্রাফির কাজ করেছেন বিল্লাল-রোহান। তার থিম সংটির মিউজিক ভিডিওতে ইতোমধ্যে অংশ নিয়েছেন যেখানে শাকিব খান সহ  সিয়াম আহমেদ, বিদ্যা সিনহা মিম, ইমন, পূজা চেরী, দীঘির মতো শিল্পীরা।   

বিজ্ঞাপন

গানটির শুটিংয়ে অংশ নেওয়া সিয়াম আহমেদ বলেন, আমি রিমার্ক হারল্যানের অ্যাম্বাসাডর হিসেবে আছি। আর ঢাকা ক্যাপিটালস হচ্ছে এই প্রতিষ্ঠানের একটি টিম। তাই ঢাকা ক্যাপিটালস আমাদেরও টিম। সেই টিমের সদস্য হিসেবেই থিম সংয়ে পারফর্ম করা। দারুণ একটি গান হয়েছে; যা ঢাকা ক্যাপিটালের শক্তি, বুদ্ধিমত্তা ও দক্ষতার জানান দেবে।

জানা যায়, সম্প্রতি থিম সংটির শুটিং শেষ হয়েছে। আগামী ৩০ ডিসেম্বর গানটি ঢাকা ক্যাপিটালসের ফেসবুক ইউটিউবসহ নানা মাধ্যমে প্রকাশ পাবে। 

টিমের অন্যতম দায়িত্বশীল কর্তা নায়ক ইমন বলেন, রিমার্ক হারল্যান সবকিছুই চমক নিয়ে আসছে। এবার বিপিএলেও চমক হচ্ছে ঢাকা ক্যাপিটাল। আর ঢাকা ক্যাপিটালের পক্ষ থেকে প্রথম চমক হচ্ছে এই গান। আশা করি, গানটি সবার ভালো লাগবে এবং আমরা এবার চ্যাম্পিয়ন হব।

বিজ্ঞাপন

আরটিভি /এএ 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |