বউয়ের জন্য পাগল আনিস
বর্তমান সময়ের ছোট পর্দার দুই প্রিয় মুখ অভিনেতা তন্ময় সোহেল ও অভিনেত্রী মানসী প্রকৃতি। এই দুই তারকা একসঙ্গে কাজ করেছেন বেশ কিছু নাটকে। সেই ধারাবাহিকতায় নতুন নাটকে দেখা গেলো তাদের। আল আমিন স্বপনের রচনায় ‘বউ পাগল আনিস’ শিরোনামের নাটকটি পরিচালনা করেছেন রাজ্জাক রাজ।
নাটকটি সম্পর্কে অভিনেতা তন্ময় সোহেল বলেন, রাজ ভাইয়ের সাথে কাজ করে অনেক ভাল লেগেছে। আমরা অনেক পরিশ্রম করে অনেক ভাল একটা কাজ করার চেষ্টা করেছি। আশা করি আমার অন্যান্য নাটকের মত এই নাটকটিও দর্শকদের ভাল লাগবে।
অভিনেত্রী মানসী প্রকৃতি বলেন, আমি আশা রাখি আমাদের প্রিয় দর্শকবৃন্দ বউ পাগল আনিস নাটকটি দেখে পরিপূর্ণ বিনোদন পাবেন।
পরিচালক রাজ্জাক রাজ বলেন, এটি অনেক সুন্দর একটি গল্প। অনেকগুলো ম্যাসেজ আছে এই গল্পটার মধ্যে। অনেক মজার মজার ঘটনা আছে, ইমোশনও আছে। দর্শক পুরো নাটকটা দেখে অনেক কিছুই উপলদ্ধি করতে পারবে এবং শেষ পর্যন্ত কাদতে বাধ্য হবে। একটি ভাল গল্পের ভাল নাটক দেখতে পাবে দর্শকেরা।
নাটিকটিতে আরও বিভিন্ন চরিত্রে অভিনয় করেছে এম কে এইচ পামীর, ইমরান আযান, ফাতেমা হীরা, বাধন খান, নিয়াজ আহমেদ খান টিপু, নাজিম উদ্দীন, জাহিদ চৌধুরী, লিমন আহমেদ সহ আরও অনেকে।
আরটিভি /এএ
মন্তব্য করুন