• ঢাকা বুধবার, ০১ জানুয়ারি ২০২৫, ১৭ পৌষ ১৪৩১
logo

অবসর যাপনে গিয়ে বিপত্তি, হাসপাতালে অভিনেত্রী

বিনোদন ডেস্ক, আরটিভি

  ২৯ ডিসেম্বর ২০২৪, ০৯:৪৪
সৃষ্টি রোডে

বিদেশে ছুটি কাটাতে গিয়ে বিপাকে পড়েন পশ্চিমবঙ্গের অভিনেত্রী সৃষ্টি রোডে। সেখানে গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হতে হয় তাকে। সামাজিক যোগাযোগমাধ্যমে অসুস্থতার কথা নিজেই জানিয়েছেন অভিনেত্রী।

সৃষ্টি জানান, অসুস্থতা এমন পর্যায়ে ছিল যে তিনি নিশ্চিত ছিলেন না ভারতে ফিরতে পারবেন কি না। সোশ্যাল মিডিয়ায় তার অসুস্থতার বেশ কিছু ছবি দেখে চিন্তার ভাঁজ পড়ে তার ভক্তদের কপালে। ওই ছবিগুলোতে দেখা যায়, হাসপাতালে ভর্তি সৃষ্টি। তার মুখে লাগানো রয়েছে নল।

পোস্টের ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন, আমি আপনাদের সঙ্গে কিছু শেয়ার করতে চাই। যখন আমি আমার ইউরোপ ভ্রমণের আনন্দের মুহূর্তগুলো পোস্ট করছি, তখন গল্পের আরেক অংশও আছে যা আমি শেয়ার করিনি।

তিনি লেখেন, আমস্টারডামে থাকাকালীন আমি নিউমোনিয়ায় গুরুতর অসুস্থ হয়ে পড়েছিলাম এবং আমার অক্সিজেনের মাত্রা হঠাৎ করে কমে গিয়েছিল। দ্রুত হাসপাতালে নেওয়া হয় আমাকে। এত কঠিন সময় পার করেছি, সঙ্গে ভয় পেয়েছি যে, আমি হয়তো আর বাড়ি ফিরতে পারব না।

সৃষ্টি আরও লেখেন, অবস্থা খুবই খারাপ ছিল। আমার ভিসার মেয়াদ শেষ হয়ে যায়। যার ফলে আমি ফিরতে পারছিলাম না। এক বিশাল স্ট্রাগলের পর অবশেষে আমি মুম্বাইয়ে ফিরি।

শারীরিক অবস্থার কথা উল্লেখ করে অভিনেত্রী জানান, এখনও পুরোপুরি সুস্থ হইনি। নিউমোনিয়া সারতে অনেকটা সময় লাগে। আমার চিকিত্‍সক বলেন যে এক মাসের বেশি সময় লাগবে। কিন্তু চেষ্টা চালিয়ে যাচ্ছি। কারণ, আমি এখনও দুর্বল। আশা করছি দ্রুত সেরে উঠব। আমার পাশে থাকার জন্য ভক্তদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।

প্রসঙ্গত, ‘ইয়ে ইশক হায়ে’, ‘ছোটি বহু টু’, ‘পুনর বিবাহ’, ‘ইশকবাজ’সহ একাধিক ধারাবাহিকে অভিনয় করেছেন সৃষ্টি। কপিল শর্মার শো-তেও একটি চরিত্রে দেখা গেছে তাকে। এ ছাড়া ‘বিগ বস সিজন ১২’র প্রতিযোগী ছিলেন তিনি।


আরটিভি/এইচএসকে/এস

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বিনোদন এর পাঠক প্রিয়