• ঢাকা বুধবার, ০১ জানুয়ারি ২০২৫, ১৭ পৌষ ১৪৩১
logo

কার সঙ্গে প্রেম করছেন ইধিকা পাল

বিনোদন ডেস্ক, আরটিভি

  ২৯ ডিসেম্বর ২০২৪, ১১:১০
ইধিকা পাল

শাকিব খানের সঙ্গে ‘প্রিয়তমা’ সিনেমায় অভিনয় করে নজর কাড়েন পশ্চিমবঙ্গের ইধিকা পাল। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাকে। একের পর এক সিনেমায় কাজ করে চলেছেন অভিনেত্রী। কয়েকদিন আগেই মুক্তি পেয়েছে তার অভিনীত সিনেমা ‘খাদান’। নায়িকার এই সিনেমাও ব্লকবাস্টার।

এদিকে ইধিকার ব্যক্তিগত জীবন নিয়ে এতদিন তেমন একটা কাটাছেঁড়া না হলেও জনপ্রিয়তা পেতেই তাকে নিয়েও নানান কৌতূহল তৈরি হয়েছে ভক্তমহলে। অভিনেত্রীর প্রেম নিয়ে চর্চায় মেতেছেন নেটিজেনরা।

শোনা যাচ্ছে, টালিপাড়ার খ্যাতনামা ফটোগ্রাফার তথাগত ঘোষের সঙ্গেই এখন বেশি সময় কাটাচ্ছেন ইধিকা। সম্প্রতি হিমাচলের ছিটকুলে একসঙ্গে বেড়াতেও গিয়েছিলেন তারা। তবে তাদের কিছু বন্ধু-বান্ধবও ছিলেন।

সেখানে দুজনের পাহাড়ের ওপর কাটানো বিভিন্ন মুহূর্তের ছবিগুলো দেখে নানান গুঞ্জন শুরু হয়েছে নেটদুনিয়ায়। এরপর থেকেই অধিকাংশ নেটিজেনেরই প্রশ্ন, কার সঙ্গে প্রেম করছেন ইধিকা?

এর আগে তথাগত ঘোষের সঙ্গে একাধিক অভিনেত্রীর নাম জড়িয়েছে। কিছুদিন আগে অনুষা বিশ্বনাথনের সঙ্গে জড়িয়েছিল তার নাম। তারও আগে, অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকারের সঙ্গেও সম্পর্কের গুঞ্জন উঠেছিল। যদিও এ বিষয়ে কখনও কথা বলেননি তারা কেউই। এবার নতুন প্রেমের গুঞ্জনে তথাগত ঘোষের সঙ্গে নাম জড়ালো ইধিকার। যদিও নিজের প্রেম নিয়ে এখনও পর্যন্ত মুখ খোলেননি অভিনেত্রী।

আরটিভি/এইচএসকে/এস

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শাকিবের সঙ্গে সম্পর্কের গুঞ্জনে মুখ খুললেন ইধিকা
এবার কি পরিচালনায় আসছেন দেব
ইধিকার ভৌতিক অভিজ্ঞতা, খুঁজে পাননি গোঙানির আওয়াজের উৎস
মুম্বাইয়ে কী করছেন শাকিব খান