• ঢাকা বৃহস্পতিবার, ০২ জানুয়ারি ২০২৫, ১৮ পৌষ ১৪৩১
logo

অঞ্জনার শেষ অবস্থা জানালেন ছেলে নিশাত

বিনোদন ডেস্ক, আরটিভি

  ৩০ ডিসেম্বর ২০২৪, ১৮:৩৩
ছবি: সংগৃহীত

গত আট দিন ধরে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন চিত্রনায়িকা ও নৃত্যশিল্পী অঞ্জনা রহমান। প্রথমে আইসিইউতে তাকে ভর্তি করানো হলেও এখন সিসিইউতে স্থানান্তর করা হয়েছে বরেণ্য এই অভিনেত্রীকে। এ দিকে মায়ের এমন অসুস্থতায় ভেঙে পড়েছেন চিত্রনায়িকার ২৪ বছর বয়সী ছেলে নিশাত রহমান।

‘জন্মের পর আম্মুকে এভাবে হাসপাতালে দেখিনি। কোনো দিন যে অসুস্থ হয়েছেন, এটাও মনে পড়ছে না’— সোমবার (৩০ ডিসেম্বর) কাঁদতে কাঁদতে দেশের এক গণমাধ্যমে এভাবেই বলছিলেন নিশাত।

তিনি বলেন, আট দিন ধরে আম্মু হাসপাতালে ভর্তি। কিন্তু গত ১৫ দিন ধরেই ভীষণ অসুস্থ তিনি। শুরুতে জ্বর ছিল। সারা শরীর কেঁপে জ্বর আসত। এরপর আবার জ্বর চলে যেত। ওষুধ খেয়েও জ্বর কোনোভাবেই সারছিল না আম্মুর। পরীক্ষা–নিরীক্ষা শেষে জানা যায়, আম্মুর রক্তে সংক্রমণ ধরা পড়েছে। এরপর চিকিৎসকের পরামর্শে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয় আম্মুকে। প্রথম দুদিন পরিস্থিতি ভালো ছিল না। কিন্তু দুদিন আইসিইউতে রাখার পর এখন সিসিইউতে আনা হয়েছে।

গতকাল চিকিৎসক আমাদের জানান, ৭২ ঘণ্টার পর্যবেক্ষণে রেখেছেন আম্মুকে। রক্তের সংক্রমণ কমে এলেও শারীরিকভাবে ভীষণ দুর্বল হয়ে গেছেন আমার আম্মু। তবে স্বাভাবিক খাবারদাবার শুরু করেছেন। তাকে এভাবে হাসপাতালের বিছানায় দেখতে ভালো লাগছে না আমার। ভীষণ কষ্ট হচ্ছে।

চিত্রনায়িকার ছেলে আরও বলেন, প্রথমে অসুস্থতার খবর কাউকে জানাতে চাননি আম্মু। ভেবেছিলেন, দ্রুত সুস্থ হয়ে উঠবেন তিনি। অযথা নিজের অসুস্থতার কথা জানিয়ে কাউকে দুশ্চিন্তায় ফেলতে চাননি। কিন্তু এত দিন ধরে তো তার মতো শিল্পীর অসুস্থতার কথা লুকিয়ে রাখা যায় না।

ব্যক্তিগত জীবনে অভিনেত্রী অঞ্জনার এক ছেলে ও এক মেয়ে। দুজনেই মায়ের সঙ্গে থাকেন। নৃত্যশিল্পী থেকে নায়িকা হয়ে সর্বাধিক যৌথ প্রযোজনা এবং বিদেশি সিনেমায় অভিনয় করেছেন অঞ্জনা। ১৯৭৬ সালে ‘দস্যু বনহুর’সিনেমা দিয়ে অভিনয় ক্যারিয়ার শুরু তার। এরপর চলচ্চিত্রে টানা কাজ করেছেন অঞ্জনা। এ পর্যন্ত তিন শতাধিক সিনেমায় অভিনয় করেছেন তিনি। ‘পরিণীতা’ও ‘গাঙচিল’সিনেমায় অভিনয়ের জন্য দুইবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারও পেয়েছেন অঞ্জনা।


আরটিভি/এইচএসকে

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সংকটাপন্ন অবস্থা অভিনেত্রী অঞ্জনার, সবশেষ যা জানা গেল
জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে নায়িকা অঞ্জনা রহমান
ভারতের পার্লামেন্ট চত্বরে এমপিদের হাতাহাতি, আইসিইউতে ২
আইসিইউতে ‘উজান ভাটি’ ছবির নির্মাতা সি বি জামান