মুক্তির পরই আলোচনার শীর্ষে ‘স্কুইড গেম টু’
দক্ষিণ কোরিয়ার অন্যতম আলোচিত সিরিজ ‘স্কুইড গেম’। ২০১১ সালে মুক্তির পর বিশ্বজুড়ে আলোচনার ঝড় উঠেছিল এটি ঘিরে। শুধু তাই নয়, একের পর এক রেকর্ড ভেঙে এমিসহ বেশ কয়েকটি পুরস্কার ঘরে তুলেছিল সিরিজটি। এবার ঝড় তুলেছে ‘স্কুইড গেম টু’।
প্রথম কিস্তির প্রায় তিন বছর পর গেল বছরের ২৬ ডিসেম্বর মুক্তি পেল এটি। মুক্তির পরই দর্শকমহলে মধ্যে সাড়া ফেলেছে ‘স্কুইড গেম টু’।
কোরিয়ান গণমাধ্যম দ্য কোরিয়া টাইমসের প্রতিবেদন অনুযায়ী, মুক্তির এক দিনের ব্যবধানে ব্যবধানে নেটফ্লিক্সের বৈশ্বিক সিরিজের তালিকার শীর্ষে জায়গা করে নিয়েছে ‘স্কুইড গেম টু’। অন্যদিকে ফোর্বস জানিয়েছে, নেটফ্লিক্স সক্রিয় থাকা বিশ্বের ৯৩টি দেশ থেকে সিরিজটি দেখছেন দর্শকেরা। প্রতিটি দেশেই তালিকার শীর্ষে রয়েছে এটি।
‘স্কুইড গেম টু’ রচনা ও নির্মাণ করেছেন হোয়াং ডং-হিউক। প্রথম কিস্তির মতো দ্বিতীয় পার্টেও মূল চরিত্রে অভিনয় করেছেন অভিনেতা লি জাং জে। এ ছাড়া আরও রয়েছেন আই এম সিওয়ান, কাং হা নেউল, লি জিন উক, পার্ক গিয়ু ইয়ংসহ প্রমুখ।
গেল বছরের আগস্টে নেটফ্লিক্স জানিয়েছিল, সিরিজটির তৃতীয় মৌসুমেরও কাজ চলছে। সিরিজটি আগামী বছর মুক্তির পরিকল্পনা রয়েছে।
আরটিভি/এইচএসকে
মন্তব্য করুন