• ঢাকা রোববার, ০৫ জানুয়ারি ২০২৫, ২১ পৌষ ১৪৩১
logo

সংকটাপন্ন অবস্থা অভিনেত্রী অঞ্জনার, সবশেষ যা জানা গেল

আরটিভি নিউজ

  ০২ জানুয়ারি ২০২৫, ১৮:৪০
সংগৃহীত
ছবি: সংগৃহীত

লাইফ সাপোর্টে আছেন ঢাকাই সিনেমার একসময়ের জনপ্রিয় নায়িকা অঞ্জনা রহমান। টানা ১০ দিন ধরে অচেতন অবস্থায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। এই কদিন তিনি সিসিইউতে ভর্তি ছিলেন। কিন্তু এখন পর্যন্ত তার আশানুরূপ কোনো উন্নতি হয়নি। বরং অবস্থার অবনতি হচ্ছে। তাই বুধবার (১ জানুয়ারি) রাতে তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) ভর্তি করা হয়েছে।

হাসপাতালে পরিবারের সবাই এখন উপস্থিত আছেন। কাঁদছেন ছেলে নিশাত মনি। মেয়ে ফারজানা রহমানের বর কামরুল ইসলাম রিপন করছেন ছোটাছুটি।

বুধবার (১ জানুয়ারি) রাতে অভিনেত্রী অঞ্জনাকে বিএসএমএমইউয়ের আইসিইউয়ে নেওয়া হয়। ভেন্টিলেশন সাপোর্ট দিয়ে রাখা হয় রাতে।

বৃহস্পতিবার (২ জানুয়ারি) বিকেলে বঙ্গবন্ধু মেডিক্যালের চিকিৎসকেরা জানান, অঞ্জনার অবস্থা সংকটাপন্ন।

মায়ের কথা বলতে গিয়ে কাঁদতে শুরু করেন নিশাত বলেন, আম্মুর অবস্থা খুবই ক্রিটিকাল। ডাক্তাররাও বলে দিয়েছেন, এখন আর কিছু করার নেই। এই মুহূর্তে স্রষ্টার কৃপা ছাড়া আমাদের কিছুই করার নাই।

জানা গেছে, ১৫ দিন ধরে অঞ্জনা অসুস্থ। শুরুতে জ্বর ছিল। সারা শরীর কেঁপে জ্বর আসত। একটা সময় ওষুধ খেয়েও কাজ হচ্ছিল না। শেষে জানা যায় তার রক্তে সংক্রমণ ধরা পড়েছে। এরপর চিকিৎসকের পরামর্শে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়।

প্রসঙ্গত, নায়িকা অঞ্জনা বাংলাদেশের চলচ্চিত্রের পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনেও বেশ সুপরিচিত মুখ ছিলেন। নৃত্যশিল্পী থেকে নায়িকা হয়ে সর্বাধিক যৌথ প্রযোজনা এবং বিদেশি সিনেমায় অভিনয় করা একমাত্র দেশীয় চিত্রনায়িকাও তিনি।

‘দস্যু বনহুর’ দিয়ে শুরু। ১৯৭৬ সালের এই সিনেমার পর টানা কাজ করেন। এ পর্যন্ত তিন শতাধিক সিনেমায় অভিনয় করেছেন তিনি। ‘পরিণীতা’ ও ‘গাঙচিল’-এ অভিনয়ের জন্য দুবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারও পেয়েছেন।

আরটিভি/এএ/এস

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বিনোদন এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিয়ের জন্য হিন্দু থেকে হয়েছিলেন মুসলিম
‘বেঁচে থাকা অঞ্জনাদের প্রতিদিন মৃত্যু হয়, মরার পর খবর হয়’
স্ট্রোক করে চারদিন বাসায় পড়ে ছিলেন অঞ্জনা!
সবাইকে কাঁদিয়ে চিরনিদ্রায় শায়িত হলেন অঞ্জনা