এবার ‘স্কুইড গেম ২’ অভিনেতার আপত্তিকর ভিডিও ফাঁস
প্রায় সময়ই শোনা যায় তারকাদের ব্যক্তিগত ভিডিও ফাঁস হওয়ার খবর। বিদায়ী বছরে শেষ কয়েক মাসে পাকিস্তানি টিকটক তারকাসহ অন্তত চার-পাঁচজনের ব্যক্তিগত ভিডিও ফাঁস হয়েছে। পাশাপাশি প্রায়ই অভিনেত্রীদের ছবি এআই ব্যবহার করে অশ্লীল ভিডিও তৈরি করে ছড়িয়ে দেওয়ার ঘটনা ঘটছে।
সম্প্রতি নেটফ্লিক্সের জনপ্রিয় ওয়েব সিরিজ ‘স্কুইড গেম ২’-এ একটি চরিত্রে অভিনয় করা কোরীয় অভিনেতা পার্ক সুং হুনের একটি ব্যক্তিগত ভিডিও ফাঁস হয়েছে। অশ্লীল সেই ভিডিওটি আবার কিছুক্ষণের মধ্যে সরিয়েও ফেলা হয়েছে।
পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডেইলি পাকিস্তানের প্রতিবেদন অনুযায়ী অভিনেতার এজেন্সি বিএইচ এন্টারটেইনমেন্ট জানিয়েছে, পার্ক সুংয়ের ভিডিও ফাঁসের ঘটনাটি মানবিক ত্রুটি। অভিনেতা সরাসরি ম্যাসেজ প্রদান পরীক্ষার সময় হয়েছে ভুলটি।
গত বছরের ২৬ ডিসেম্বর নেটফ্লিক্সে রিলিজ হয় সাত পর্বের ‘স্কুইড গেম ২’ সিরিজটি। এর মূল কাহিনি দর্শকদের ব্যাপক বিনোদন দিয়েছে। তবে এর কিছু বিষয়, মান এবং চরিত্র নির্বাচন নিয়ে নানা প্রশ্ন উঠেছে।
প্রসঙ্গত, ২০০৮ সালে ‘অ্যা ফ্রোজেন ফ্লাওয়ার’ সিনেমায় একটি ছোট চরিত্রে অভিনয়ের মাধ্যমে অভিনয় ক্যারিয়ার শুরু হয় কোরিয়ান এ অভিনেতা। এরপর ‘রুফটপ রুম ক্যাট’, ‘দ্য হিস্ট্রি বয়েজ’ ও ‘মডেল স্টুডেন্টস’ নাটকের মাধ্যমে পরিচিতি লাভ করেন। তবে ‘মাই অনলি ওয়ান’ সিনেমার মাধ্যমে তারকা খ্যাতি পান তিনি। এরপর ‘দ্য গ্লোরি’, ‘কুইন অব টিয়ার্স’ এ অভিনয় করেছেন।
আরটিভি /এএ
মন্তব্য করুন