আরটিভিতে আজ (৩ জানুয়ারি) যা দেখবেন
শুক্রবার, ০৩ জানুয়ারি ২০২৫, ১৯ পৌষ ১৪৩১ । একনজরে জেনে নিন আরটিভির আজকের আয়োজন—
সকাল ৯টায় লাইভ টকশো ‘আজ পত্রিকায়’।
সকাল ৯টা ৪৫ মিনিটে ‘সকালের সংবাদ’।
সকাল ১১টা ২ মিনিটে ‘ঢাকা আই কেয়ার হসপিটাল সুস্থ চোখ স্বচ্ছ দৃষ্টি’।
দুপুর ২টা ১০মিনিটে বাংলা ছায়াছবি ‘ভালোবাসলেই ঘর বাঁধা যায় না’। অভিনয় করেছেন- শাকিব খান, অপু বিশ্বাস প্রমুখ।
বিকেল ৫টা ৩০ মিনিটে নির্বাচিত নাটক- ‘ইরার পাগলামী’। অভিনয় করেছেন- জোভান, সাদিয়া জাহান প্রভা প্রমুখ।
সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে সংগীতানুষ্ঠান ‘এই রাত তোমার আমার’।
রাত ৮টায় নির্বাচিত নাটক- ‘গল্পটা আমাদের’। অভিনয় করেছেন- শ্বাশত দত্ত, সামিরা খান মাহি প্রমুখ।
রাত ৯টা ২০ মিনিটে প্রতি শক্র, শনি, রোববার ধারাবাহিক নাটক- ‘বোকা পরিবার’।
রচনা- ফজলুল সেলিম; পরিচালক: সৈয়দ শাকিল।
অভিনয় করেছেন- মীর সাব্বির, নাদিয়া আহমেদ, আরফান আহমেদ, ডা. এজাজুল ইসলাম, মাইমা আলম মাহা, তাহমিনা মৌ, রিমি করিম, আব্দুল্লাহ রানা, সাজু খাদেম, শিরিন আলম প্রমুখ।
রাত ১০ টায় প্রতি শুক্র, শনি, রোব, সোমবার ধারাবাহিক নাটক- ‘চিটার এন্ড জেন্টেলম্যান’।
রচনা ও পরিচালনা- সঞ্জিত সরকার।
অভিনয় করেছেন- মীর সাব্বির, নাদিয়া আহমেদ, আখম হাসান, উর্মিলা শ্রাবন্তি কর, সাজু খাদেম, নাবিলা ইসলাম, আরফান আহমেদ, প্রাণ রায়, আইরিন তানি, ডা. এজাজ, তাহমিনা সুলতানা মৌ, ফারুক আহম্মেদ, ওলিউল হক রুমি, রিমি করিম, শ্যামল জাকারিয়া, তারেক স্বপন, আব্দুল্লা রানা, মিলন ভট্ট, হোসনে আরা পুতুল, শফিক খান দিলু, বিনয় ভদ্র, মিলি বাসার, আমিন আজাদ, পারভেজ আক্তার, অনামিকা, সিলভিও তন্ময় সোহেল প্রমুখ।
রাত ১০টা ৪৫ মিনিটে ‘রাতের সংবাদ’।
রাত ১১টা ২৫ মিনিটে : টকশো ‘এই মুহূর্তে বাংলাদেশ’।
রাত ১২টায় ‘নিউজ টপ টেন’।
আরটিভি/এইচএসকে
মন্তব্য করুন