ঢাকাবৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫, ১১ বৈশাখ ১৪৩২

ফের জুটি হয়ে পর্দায় আসছেন মিম-রাজ

বিনোদন ডেস্ক, আরটিভি

শুক্রবার, ০৩ জানুয়ারি ২০২৫ , ১২:৫৩ পিএম


loading/img
ছবি: সংগৃহীত

ঢালিউডে ইতোমধ্যে দুটি সিনেমায় অভিনয় করে জুটি হিসেবে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন শরীফুল রাজ ও বিদ্যা সিনহা মিম। ‘দামাল’ ও ‘পরাণ’ সিনেমায় তাদের রসায়নে মুগ্ধ হয়েছেন দর্শকরা। ফের জুটি হয়ে পর্দায় আসছেন মিম-রাজ।

বিজ্ঞাপন

তৃতীয়বারের মতো ‘দানব’ নামের একটি সিনেমায় জুটি বাঁধছেন তারা। এটি নির্মাণ করবেন অনন্য মামুন। চলতি বছরের মাঝামাঝি সময়ে শুরু হবে সিনেমাটির শুটিং। এটি প্রযোজনা করছেন কাট এন্টারটেইনমেন্ট। 

জানা গেছে, মিম-রাজের ‘দানব’ সিনেমাটির শুটিং হবে বাংলাদেশ এবং থাইল্যান্ডে। আগামী ঈদুল ফিতরে পর্দায় দেখা যাবে সিনেমাটি।  

বিজ্ঞাপন

ঢালি ইন্ডাস্ট্রিতে রাজ-মিম জুটি নিয়ে বেশ আলোচনা হয়েছে। এমনকি রাজের সঙ্গ মিমের জুটিকে ভালোভাবে নেননি রাজের সাবেক স্ত্রী পরীমণি। মূলত এ কারণে মিমের সঙ্গে দূরত্ব তৈরি হয় পরীর। তবে অতীতের সবকিছু পিছনে ফেলে আবারও এক হচ্ছেন এই জুটি।

আরটিভি/এইচএসকে/এস
 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |