ঢাকাসোমবার, ১৭ মার্চ ২০২৫, ৩ চৈত্র ১৪৩১

সম্প্রীতির বার্তা দিলেন মিম

বিনোদন ডেস্ক, আরটিভি নিউজ

সোমবার, ০৩ মার্চ ২০২৫ , ০১:১২ পিএম


loading/img

স্নিগ্ধ হাসি আর আকর্ষণীয় লুকে বরাবরই সবার নজর কাড়েন চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম। ভিন্ন ভিন্ন স্টাইল ও সাজপোশাকে ক্যামেরায় নিজেকে মেলে ধরতে কোনো জুড়ি নেই তার। তবে অভিনয়েও কম যান না তিনি। ক্যারিয়ারে বেশ কিছু সিনেমায় অভিনয় করে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন এই নায়িকা। এবার নতুন একটি লুকে নেটিজেনদের দৃষ্টি কেড়েছেন মিম। অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও সরব অভিনেত্রী।

বিজ্ঞাপন

481978579_1220167219468868_8974262587773545121_n

এদিকে, সনাতন ধর্মের অনুসারী হলেও মিম নিজের ভেতর অসাম্প্রদায়িক মানসিকতা ধারণ করেন। এ নায়িকার কাছে ধর্মের পবিত্রতা মুখ্য। ধর্মীয় সম্প্রীতির উদাহরণ হিসেবে তাই প্রতি বছর প্রথম রোজায় পরিবারের সঙ্গে ইফতার করেন তিনি। তার এমন মানসিকতা অনুরাগীদের মুগ্ধ করে।  

বিজ্ঞাপন
আরও পড়ুন

প্রতি বছরের মতো এবারও প্রথম রোজায় পরিবারের সঙ্গে ইফতার করেছেন মিম। সেই ছবি প্রকাশ করে মিম লিখেছেন, এই বরকতময় রমজানের প্রথম ইফতার আমার প্রিয়জনদের সঙ্গে ভাগ করে নিলাম। সুন্দর মুহূর্তগুলোর জন্য কৃতজ্ঞ। 

বিজ্ঞাপন

481781803_1220248076127449_1271806502634815416_n

এদিকে সামাজিক মাধ্যমে ইফতারের ছবি প্রকাশ করে নেটিজেনদের প্রশংসায় ভাসছেন মিম। একজন লিখেছেন, বরাবর মিমের এই আয়োজন অনেক পছন্দ করি। অন্য একজনের কথায়, ভালোবাসা বেড়ে গেল।

নিজের এই অসাম্প্রদায়িক মানসিকতা প্রসঙ্গে মিম বলেন, প্রথম রোজা সবসময় আমার কাছে স্পেশাল। আমি মানুষ হিসেবে অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী। আমার পরিবারও তাই।

আরটিভি/এএ 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |