প্রথমবারের মতো একক কনসার্টে মঞ্চ মাতাবে ব্যান্ড ‘সহজিয়া’

বিনোদন ডেস্ক, আরটিভি

শুক্রবার, ০৩ জানুয়ারি ২০২৫ , ০১:২৫ পিএম


প্রথমবারের মতো একক কনসার্টে মঞ্চ মাতাবে ব্যান্ড ‘সহজিয়া’
ছবি: সংগৃহীত

প্রথমবারের মতো একক কনসার্টে মঞ্চ মাতাবে হাজির হচ্ছে ব্যান্ড দল ‘সহজিয়া’। আগামী ১০ জানুয়ারি বাংলাদেশ শিশু একাডেমি মিলনায়তনে ‘ধ্যান’ শিরোনামের কনসার্টে পারফর্ম করবে ব্যান্ডটি। এদিন কনসার্টে অংশগ্রহণের পাশাপাশি দলটির নতুন গান ‘অভিনয়’-ও প্রকাশ করা হবে।

বিজ্ঞাপন

এক সংবাদ বিজ্ঞপ্তিতে ‘সহজিয়া’ জানিয়েছে, গত ১২ বছরে বিভিন্ন সময়ে ভিন্ন ভিন্ন প্রতিষ্ঠানের আমন্ত্রণে গান গাওয়া হলেও এই প্রথম ‘সহজিয়া’ ব্যান্ড তাদের একক কনসার্ট নিয়ে শ্রোতাদের সামনে আসতে যাচ্ছে।

কনসার্টটি আয়োজন করেছে ‘ইভেন্টহোলিক’। ‘গেট সেট রক’র ওয়েবসাইটে এবং অ্যাকোস্টিকা ও হেভি মেটাল টি-শার্টের ঢাকার সবগুলো শাখায় টিকেট পাওয়া যাচ্ছে কনসার্টের।

বিজ্ঞাপন

২০১১ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছবির হাটে প্রথম যাত্রা শুরু হয় ‘সহজিয়ার’। পাঁচ সদস্যের এই ব্যান্ডে আছেন, ড্রাম বাজান শরফুদ্দিন রাব্বি, বেইস গিটারে জাফরি আবেদিন, লিড গিটারে সজীব হায়দার, রিদম গিটারে জাহিদুল ইসলাম শিমুল এবং ভোকাল রাজু।

এখন পর্যন্ত ‘রংমিস্ত্রি’ও ‘ঘোড়া’ শিরোনামে দুটি অ্যালবাম প্রকাশ করেছে ব্যান্ডটির। ‘ছোটপাখি’, ‘বোকাপাখি’ ও ‘অপেক্ষা’সহ বিশটির বেশি গান করেছে দলটি।

আরটিভি/এইচএসকে/এস
 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission