আইসিইউতে অভিনেত্রী অঞ্জনা, শিল্পী সমিতির ভূমিকা নিয়ে নানা প্রশ্ন
লাইফ সাপোর্টে আছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত অভিনেত্রী অঞ্জনা রহমান। টানা ১০ দিন ধরে অচেতন অবস্থায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। এই কদিন তিনি সিসিইউতে ভর্তি ছিলেন। কিন্তু এখন পর্যন্ত তার আশানুরূপ কোনো উন্নতি হয়নি। বরং অবস্থার অবনতি হচ্ছে। তাই বুধবার (১ জানুয়ারি) রাতে তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) ভর্তি করা হয়েছে।
অঞ্জনার পারিবারিক সূত্রে জানা গেছে, তার অবস্থা খুবই আশঙ্কাজনক। ডাক্তাররাও বলে দিয়েছেন, এই মুহূর্তে স্রষ্টার কৃপা ছাড়া আমাদের কিছুই করার নেই।
এদিকে এই অভিনেত্রীর খারাপ সময়ে তারই প্রিয় সংগঠন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির কোনো কার্যক্রমই তেমনভাবে চোখে পড়ছে না। হাসপাতালে এতদিন ভর্তি থাকলেও তার পাশে সংগঠনটির কাউকে দেখা যায়নি। তবে সাংবাদিকরা বিভিন্ন মাধ্যমে যোগাযোগ করার পর ঘুম ভেঙেছে তাদের।
বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন অনেক শিল্পীও। নাম প্রকাশে অনিচ্ছুক একজন আরটিভিকে বলেন, অঞ্জনা আপার মতো একজন গুণী অভিনেত্রীর অবস্থা সংকটাপন্ন শোনার পরও শিল্পী সমিতির নীরব ভূমিকা আসলেই অবাক করেছে। বারবার তাদের সঙ্গে যোগাযোগ করা হলেও তারা বলছে দেখছি, দেখছি। তবে বৃহস্পতিবার (২ জানুয়ারি) দেখলাম সমিতির সভাপতি মিশা ভাই গিয়েছিল। আসলে আরও আগেই শিল্পী সমিতির একটি জরুরি মিটিং ডেকে বিষয়টি নিয়ে ব্যবস্থা গ্রহণ করা উচিত ছিলো।
এদিকে একই সুর জ্যেষ্ঠ সাংবাদিক আহমেদ তেপান্তরের মুখেও। শুরু থেকেই অভিনেত্রীর পাশে আছেন তিনি। নিয়োমিত হাসপাতালে যাচ্ছে, করছেন সবার সঙ্গে যোগাযোগ।
আহমেদ তেপান্তর আরটিভিকে বলেন, অঞ্জনা আপার মতো একজন গুণী অভিনেত্রীর ক্ষেত্রে শিল্পী সমিতির ভূমিকা সত্যিই হতাশ করেছে। যদিও বৃহস্পতিবার (২ জানুয়ারি) অনেকেই যোগাযোগ করেছে তবে তারা বড্ড দেরি করে ফেলেছে। শুধু তাই নয় সমিতিটির বর্তমান কমিটির অনেক সদস্যদের ভূমিকা নিয়েও আমার প্রশ্ন আছে। শুরু থেকেই সাংবাদিকরা নানাভাবে আপাকে সহযোগিতা করার জন্য দৌড়াদৌড়ি করেছেন। অথচ সেখানে নির্বিকার হয়ে বসে ছিল তারই প্রিয় সংগঠন।
তিনি আরও বলেন, ব্যক্তিগতভাবে অনেক শিল্পী আমার সঙ্গে যোগাযোগ করেছেন অঞ্জনা আপাকে সহযোগিতা করতে। আমি বলবো আপনারা আপনাদের সংগঠন শিল্পী সমিতির মাধ্যমে বিষয়টি করতে পারেন। পাশাপাশি আমরাও (বিএসএমএমইউ)-এর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছি তারাও বলেছেন অভিনেত্রী অঞ্জনার জন্য তারা সর্বোচ্চটুকু করবেন।
জানা গেছে, ১৫ দিন ধরে অঞ্জনা অসুস্থ। শুরুতে তার জ্বর ছিল। সারা শরীর কেঁপে জ্বর আসত। একটা সময় ওষুধ খেয়েও কাজ হচ্ছিল না। শেষে জানা যায় তার রক্তে সংক্রমণ ধরা পড়েছে। এরপর চিকিৎসকের পরামর্শে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়।
প্রসঙ্গত, নায়িকা অঞ্জনা বাংলাদেশের চলচ্চিত্রের পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনেও বেশ সুপরিচিত মুখ ছিলেন। নৃত্যশিল্পী থেকে নায়িকা হয়ে সর্বাধিক যৌথ প্রযোজনা এবং বিদেশি সিনেমায় অভিনয় করা একমাত্র দেশীয় চিত্রনায়িকাও তিনি।
‘দস্যু বনহুর’ দিয়ে শুরু। ১৯৭৬ সালের এই সিনেমার পর টানা কাজ করেন। এ পর্যন্ত তিন শতাধিক সিনেমায় অভিনয় করেছেন তিনি। ‘পরিণীতা’ ও ‘গাঙচিল’-এ অভিনয়ের জন্য দুবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারও পেয়েছেন।
আরটিভি/এএ/এআর
মন্তব্য করুন