শিগগিরই আসছে র‍্যাপার হান্নানের প্রথম একক অ্যালবাম

বিনোদন ডেস্ক, আরটিভি

রোববার, ০৫ জানুয়ারি ২০২৫ , ১২:৫৫ পিএম


শিগগিরই আসছে র‍্যাপার হান্নানের প্রথম একক অ্যালবাম
র‌্যাপার হান্নান

গেল বছর স্বৈরাচারী সরকারের পতনের জন্য জুলাইয়ের গণ-অভ্যুত্থানে সারা দেশ যখন উত্তাল, তখন মুখে প্রায় কুলুপ এঁটেছিলেন দেশের বেশিরভাগ সংগীতশিল্পী। আর ঠিক সেসময় প্রেরণা ও সাহস জুগিয়েছিল ‘আওয়াজ উডা’ গানটি। তরুণ র‌্যাপার হান্নানের এই গানটি রীতিমতো আলোড়ন ফেলে দিয়েছিল দেশজুড়ে। 

বিজ্ঞাপন

এবার জানা গেল, শিগগিরই আসছে র‍্যাপার হান্নানের প্রথম একক অ্যালবাম। এর আগে একাধিক মিক্সড অ্যালবামে গান করলেও এই প্রথম একক অ্যালবাম নিয়ে আসছেন তিনি। তবে অ্যালবামের নাম এখনও চূড়ান্ত করেননি। 

শুক্রবার (৩ ডিসেম্বর) গণমাধ্যমকে র‍্যাপার হান্নান বলেন, অ্যালবামে মোট নয়টি গান থাকবে। এর মধ্যে কয়েকটি গান রেকর্ড করা হয়েছে।

বিজ্ঞাপন

এ দিকে সম্প্রতি সপ্তম শ্রেণীর ‘ইংলিশ ফর টুডে’ বইয়ে হান্নান ও আরেক র‍্যাপার সেজানের নাম এসেছে। বিষয়টি নিয়ে গণমাধ্যমকে তিনি বলেন, খুবই ভালো লাগার একটি মুহূর্ত। আমরা আগের বইয়ে অনেককে নিয়ে জানতে পেরেছি। পরের প্রজন্ম আমাদের নিয়ে পড়াশোনা করবে, এটা আমাদের জন্য গর্বের মুহূর্ত।’

আন্দোলনের মধ্যে ১৮ জুলাই ‘আওয়াজ উডা’ প্রকাশ করেছিলেন র‍্যাপার হান্নান। এরপর মানুষের মুখে মুখে ছড়িয়ে পড়ে গানটি। এ ব্যাপারে তিনি বলেন, গানটা যখন লিখেছি, তখন শিক্ষার্থীরা রাস্তায় ছিলেন। পরে অল্প কিছু অভিভাবকও নেমেছেন। সেসময় অনেকে কোনো কথা বলছিলেন না, রাস্তায় নামছিলেনও না। আওয়াজও তুলতে পারছিলেন না। সেটা দেখেই গানের শিরোনাম দিয়েছিলাম ‘আওয়াজ উডা’।  

‘আওয়াজ উডা’ গানটির মাধ্যমেই ব্যাপক পরিচিতি লাভ করেন র‍্যাপার হান্নান। এমনকি আন্দোলনে এই গানটি প্রকাশের মাত্র এক সপ্তাহ পরেই ২৫ জুলাই তাকে গ্রেপ্তার করা হয়। ১২ দিন কারাবাস শেষে শেখ হাসিনা সরকারের পতনের পর ৬ আগস্ট মুক্তি পান তিনি।  

বিজ্ঞাপন

 

আরটিভি/এইচএসকে
 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission